ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

এবার মেসির মুখে রোনালদোর প্রশংসা

প্রকাশিত: ১১:৫৭ এএম, ০৮ জুন ২০১৭

যে কোনোভাবেই হোক, দু’জনের মধ্যে জমে থাকা বরফখণ্ড গলতে শুরু করে দিয়েছে কিছুদিন আগে থেকে। লিওনেল মেসি এবং ক্রিশ্চিয়ানো রোনালদো ছিলেন যেন পরস্পরের চরম শত্রু। প্রকাশ্যে হোক কিংবা অগোচরে, দু’জনের চির প্রতিদ্বন্দ্বীতার কথা তো ওপেন সিক্রেট।

কিন্তু সেই বৈরিতার রাস্তা থেকে বেরিয়ে আসার দারুণ চেষ্টা দেখা যাচ্ছে দুই বিশ্বসেরা তারকার মধ্যেই। বিরোধ নয়, বন্ধুত্বপূর্ণ সম্পর্ককেই বেশ গুরুত্ব দিচ্ছেন মেসি এবং রোনালদো- দু’জনই। চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালের দু’তিনদিন আগে আর্জেন্টাইন একটি মিডিয়াকে সাক্ষাৎকার দিতে গিয়ে রোনালদো বলেছিলেন, ‘মেসি তো আমার শত্রু নয়, সহচর।’

মেসির খেলা তিনি খুব পছন্দ করেন বলে জানিয়েছিলেন। এমনকি দু’জনের মধ্যে যে তুলনামূলক দ্বন্দ্ব চলমান, এটাকে দারুণ অপছন্দ করেন বলেও জানালেন রোনালদো।

এবার প্রতিদ্বন্দ্বী সম্পর্কে মুখ খুলেছেন মেসিও। চ্যাম্পিয়ন্স লিগ ট্রফি জয়ের কারণে ক্রিশ্চিয়ানো রোনালদোর উচ্চসিত প্রশংসা করলেন মেসি। কার্ডিফে অনুষ্ঠিত চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে জুভেন্তাসকে ৪-১ গোলে হারিয়ে টানা দ্বিতীয়বার শিরোপা জয় করেছে রিয়াল মাদ্রিদ। ক্রিশ্চিয়ানো রোনালদো একাই করেছেন জোড়া গোল। যে কারণে আগামী ব্যালন ডি’অরের অন্যতম দাবিদার তিনি।

চ্যাম্পিয়ন্স লিগে টানা সাফল্য মুগ্ধ করেছে মেসিকে। এ কারণে মেসি নিজেই রোনালাদোকে সম্পর্কে বললেন, বিশ্বের অন্যতম সেরা ফুটবলার। টেনসেন্ট স্পোর্টসকে দেয়া সাক্ষাৎকারে মেসি বলেন, ‘আমাদের মধ্যে যে লড়াই রয়েছে তা যতটা না, তার চেয়েও বেশি মিডিয়ার সৃষ্টি।’

তবে নিজেরা যে নিজেদের সেরাটা দিয়ে প্রতিবছর চেষ্টা করে আসছেন সেটাও জানালেন মেসি। তিনি বলেন, ‘মূল বিষয়টা হচ্ছে প্রতিটি মৌসুমে আমরা নিজেরা নিজেদের সেরাটা দেয়ার চেষ্টা করি। দলের জন্য সেরাটা করার চেষ্টা করি। মাঠের বাইরে কে কী বললো, সেগুলোকে আমি কখনোই তেমন পাত্তা দেই না।’

রোনালদো সম্পর্কে বলতে গিয়ে মেসির মন্তব্য, ‘তিনি একজন বিস্ময়কর ফুটবলার। তার অনেকগুণ। যে কারণে বছরের পর বছর তিনি শুধু উন্নতিই করে যাচ্ছেন। এ কারণেই বিশ্বের অন্যতম সেরা ফুটবলার তিনি।’

আইএইচএস/আরআইপি

আরও পড়ুন