ইনজুরিতে অনুশীলনে নেই তামিম
চ্যাম্পিয়ন্স ট্রফির শেষ চারে জায়গা পেতে নিজেদের শেষ ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে জয়ের কোন বিকল্প নেই বাংলাদেশের। ওই ম্যাচে শুধু জয় পেলেই হবে না তাকিয়ে থাকতে হবে ইংল্যান্ড-অস্ট্রেলিয়া ম্যাচের ফলাফলের দিকে। এত কিছু চিন্তা না করে নিউজিল্যান্ড ম্যাচকে সামনে রেখে অনুশীলন করে যাচ্ছে টাইগাররা। তবে অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচে বুকে ব্যাথা পাওয়ায় অনুশীলনে ছিলেন না দুর্দান্ত ফর্মে থাকা তামিম ইকবাল।
ইংল্যান্ডের বিপক্ষে প্রথম ম্যাচে সেঞ্চুরির পর অস্ট্রেলিয়ার বিপক্ষে এগিয়ে যাচ্ছিলেন সেঞ্চুরির পথে। তবে নার্ভাস নব্বইয়ের ঘরে সাজঘরে ফেরেন তামিম। এদিকে ইনজুরি নিয়ে তামিম বলেন, চোট খুব গুরুতর নয়। সতর্কতার জন্যই অনুশীলন করছেন না। ম্যাচে অজি ফাস্ট বোলার প্যাট কামিন্সের বলে পেটের কাছের দিকে আঘাত পেয়েছে তিনি।
আধুনিক ব্যাটসম্যানরা নিজেদের সুরক্ষার জন্য সব ধরনের ব্যবস্থা নিয়েও মাঠে নামে। সেখানে তামিম সাধারণত ম্যাচে চেস্ট গার্ড পরেন না। সেই হিসেবে অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচেও পরা হয়নি। ভুলের মাশুল দিয়েছেন কামিন্সের আঘাত পেয়ে।
এমআর/পিআর