স্লো ওভার রেটে জরিমানা উইলিয়ামসনের
কার্ডিফের সোফিয়া গার্ডেনে নিউজিল্যান্ড এবং ইংল্যান্ডের মধ্যকার ম্যাচে স্লো ওভার রেটের কারণে অভিযুক্ত হয়েছেন নিউজিল্যান্ড অধিনায়ক কেন উইলিয়ামসন এবং তার সতীর্থরা। এ কারণে জরিমানাও গুণতে হচ্ছে তাদের। শুধু তাই নয়, একই অপরাধ আবারও করলে কেন উইলিয়ামসনকে নিষেধাজ্ঞার মুখোমুখিও হতে হবে।
আইসিসি জানিয়েছে, ইংল্যান্ডের বিপক্ষে নির্ধারিত সময়ের চেয়ে ৫০ ওভার সম্পন্ন করতে বেশি সময় নিয়েছে নিউজিল্যান্ড। অন্তত দুই ওভার বেশি সময় লাগিয়েছে তারা। পুরো ৫০ ওভার শেষ করতে অন্তত চার ঘণ্টা সময় লেগেছে নিউজিল্যান্ডের।
এ কারণে নিউজিল্যান্ড ক্রিকেটারদের ম্যাচ ফির ২০ ভাগ এবং অধিনায়ক কেন উইলিয়ামসনের ম্যাচ ফির ৪০ ভাগ জরিমানা করা হয়েছে। আইসিসি সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘আইসিসির ২.৫.১ কোড অব কন্ডাক্ট অনুসারে খেলোয়াড় এবং তার সহযোগিরা যদি ছোট ওভার রেটের কারণে অভিযুক্ত হন, তাহলে তাদেরকে প্রতি ওভারের জন্য ম্যাচ ফির ১০ ভাগ জরিমানা করা হবে। আর অধিনায়কের জরিমানা হবে তার দ্বিগুণ।’
আইসিসি পরের অংশে জানিয়েছে, ‘এই নিয়ম অনুসারে উইলিয়ামসনের জরিমানা করা হয়েছে ম্যাচ ফির ৪০ ভাগ। একই সঙ্গে তার সতীর্থদের জরিামান করা হয়েছে ২০ ভাগ। উইলিয়ামসন অপরাধ স্বীকার করে নিয়েছেন এবং জরিমানা গ্রহণ করে নিয়েছেন।’
আইসিসি একই সঙ্গে জানিয়ে দিয়েছে, যদি উইলিয়ামসন একই অপরাধ চলতি টুর্নামেন্ট চলাকালীন করেন, তাহলে এক ম্যাচ নিষিদ্ধ হবেন তিনি।’
উইলিয়ামসনের জরিমানা গোনার ম্যাচে ইংল্যান্ডের কাছে নিউজিল্যান্ড হেরেছে ৮৭ রানের বিশাল ব্যবধানে।
আইএইচএস/জেআইএম