ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

ভয় পাওয়ার কিছু নেই : মাশরাফি

প্রকাশিত: ১০:৩৩ এএম, ০৫ জুন ২০১৭

চ্যাম্পিয়ন্স ট্রফির শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। উদ্বোধনী ম্যাচে ইংল্যান্ডের কাছে ৮ উইকেটের বড় ব্যবধানে হেরে গেছে মাশরাফি বিন মর্তুজার দল। আজ বাঁচা-মরার লড়াইয়ে অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে বাংলাদেশ। সন্ধ্যা সাড়ে ৬টায় এজবাস্টনে গড়াবে ম্যাচটি।

ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে আজকের ম্যাচটি নিয়ে কথা বলেন। সেখানে বারবারই উঠে আসে লন্ডনে সন্ত্রাসী হামলা প্রসঙ্গ। শুধু মাশরাফিই নন, এ বিষয় নিয়ে কথা বলতে হচ্ছে সব অধিনায়ককে। বাংলাদেশ দলনেতা জানালেন, ভয় পাওয়ার কিছু নেই।

আইসিসি ও স্বাগতিক ইংল্যান্ডের নিরাপত্তা ব্যবস্থার ওপর আস্থা আছে মাশরাফির। বলেন, ‘ঘটনাটি যখন ঘটেছিল আমরা তখন হোটেলে ছিলাম। দেখুন, এটা কিন্তু গোটা বিশ্ব জুড়েই হচ্ছে। স্বাগতিক ও আইসিসির ওপর পূর্ণ বিশ্বাস আছে। সুতরাং এ নিয়ে ভয়ের কিছু নেই। অধিকাংশ সময়ই হোটেলে কাটছে। হোটেলে রয়েছে যথেষ্ট নিরাপত্তা ব্যবস্থা।’

Braver

নিরাপত্তা অজুহাতে বাংলাদেশে খেলতে আসেনি অস্ট্রেলিয়া। এই ঘটনার পর টনক নড়বে সবার। মাশরাফির ভাষায়, ‘এটা আমাদের ক্রিকেটের জন্যই ভালো হলো। কারণ এসব কারণেই দলগুলো আমাদের দেশে খেলতে যায় না। আমরা খেলছি, সবাই আমাদের খেলা দেখছেন। আশা করি, এরপর ওই সব দলকে সাহস জোগাবে এই ঘটনা। আইসিসি পর্যান্ত নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করছে। সঙ্গে স্বাগতিকরা তো আছেই।’

নিজ দেশে কাউকে ডেকে না পেলে কেমন লাগে, তা বুঝেছেন টাইগাররা। এবার হয়তো বুঝতে পারবেন নিরাপত্তা অজুহাতে বাংলাদেশে না আসা অ্যালেক্স হেলস ও মরগানরাও। মাশরাফি বলেন, ‘ইংল্যান্ড দলের প্রতি আমরা কৃতজ্ঞ। নিরাপত্তা অজুহাত দূরে ঠেলে সফরে গিয়েছিল। তবে ব্যক্তিগত শঙ্কায় যেমন মরগান-হেলস যায়নি। এখন হয়তো তারা বুঝতে পারবে, পূর্ণ নিরাপত্তা থাকা সত্ত্বেও এমনটা কেন ঘটছে।’

এনইউ/জেআইএম

আরও পড়ুন