সাকিবকে নিয়ে চিন্তিত নন মাশরাফি
সময়টা খুব বেশি ভালো যাচ্ছে না সাকিবের। আয়াল্যান্ডের ত্রিদেশীয় সিরিজ থেকেই রঙিন পোশাকে নিজেকে মেলে ধরতে ব্যর্থ বিশ্বসেরা এই অলরাউন্ডার। ইংল্যান্ডের বিপক্ষে প্রথম ওয়ানডেতেও ছিলেন সাদামাটা। তবে সাকিবের ফর্ম নিয়ে মোটেও চিন্তিত নন টাইগার অধিনায়ক মাশরাফি।
সাকিবের ফর্ম নিয়ে মাশরাফি বলেন, ‘বড় প্লেয়ারদের বড় টুর্নামেন্টে ভাগ্যেরও প্রয়োজন হয়। তবে সাকিব সবসময়ই ভাল করে আসছে। ও সেরাটাই চেষ্টা করছে। তবে সেরাটা দিতে পারছে না।’
দলের সাফল্য অনেকটা নির্ভর করে সাকিবের উপর। সাকিব ভালো না করলে এমনিতেই বিপদে পড়ে যায় দল। আর এই ধরনের উইকেটে ভালো করতে ন পারলে তো দলের বিপদ বাড়ে আরও। এই বাস্তবতা অস্বীকার করছেন না মাশরাফিও।
তিনি আরও বলেন, ‘উইকেটও অনেক সময় বড় প্রভাব ফেলে। সে আগের ম্যাচে শুরুতে বল করেছে। নিজের সেরাটা দিয়েও সে উইকেট পায়নি। ও যদি খারাপ করে, আমাদের জন্য ওই টুর্নামেন্ট হয়ত কঠিন হবে।’
এদিকে সাকিব অফ ফর্মে থাকলে অন্যদের জন্য পারফর্ম করার আসল সময় বলেও মনে করেন নড়াইল এক্সপ্রেস। তিনি চান দলের অন্যরাও পারফর্ম করুক। এ নিয়ে মাশরাফি বলেন, ‘টপ ক্রিকেটার সবসময়ই একই ফর্মে খেলে যাবে, এটা আশা করাও কঠিন। সাকিব যদি ওর লেভেলে খেলতে না পারে, তাহলে দলের অন্যদের অবদান বাড়াতে হবে।’
উল্লেখ্য, চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিজেদের দ্বিতীয় ম্যাচে কেনিংটন ওভালে আজ অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা ৬.৩০ মিনিটে।
এমআর/এমএস