ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

শ্রীলঙ্কাকে ৩০০ রানের লক্ষ্য দিল দক্ষিণ আফ্রিকা

প্রকাশিত: ০১:৪৫ পিএম, ০৩ জুন ২০১৭

শুরুটা দুর্দান্ত ছিল দক্ষিণ আফ্রিকার। আমলা-ডু প্লেসির ব্যাটে ভর করে বড় সংগ্রহের দিকেই এগিয়ে যাচ্ছিল। তবে শেষ দিকে আর রানের গতি বাড়াতে পারেনি। এরপরও হাশিম আমলার দুর্দান্ত সেঞ্চুরির উপর ভর করে নিজেদের প্রথম ইনিংসে ২৯৯ রান করেছে দক্ষিণ আফ্রিকা। জয়ের জন্য লঙ্কানদের করতে হবে ৩০০ রান।

লন্ডনের কেনিংটন ওভালে টস হেরে ব্যাট করতে নেমে ধীর গতিতে শুরু করে দক্ষিণ আফ্রিকার দুই ওপেনার আমলা ও ডি কক। তবে দলীয় ৪৪ রানে ডি ককের (২৩) বিদায়ের পর ডু প্লেসি রানের গতি বাড়াতে থাকেন। আমলাকে সঙ্গে নিয়ে গড়েন ১৪৫ রানের জুটি। ব্যক্তিগত ৭৫ রানে ডু প্লেসির বিদায়ের পর খুব বেশি সময় উইকেটে থাকতে পারেননি ডি ভিলিয়ার্স। ৪ রান করে সাজঘরে ফেরেন প্রোটিয়া অধিনায়ক।

cheer

ডু প্লেসি না পারলেও আমলা ঠিক তিন অংকে পৌঁছে যান। ব্যক্তিগত ১০৪ রান করে সাজঘরে ফেরেন এই ওপেনার। এরপর মিলার (১৮) ও মরিস (২০) দ্রুত ফিরলে কিছুটা চাপে পড়ে প্রোটিয়া শিবির। তবে শেষ দিকে ডুমিনি ৩৮ রান করলে ২৯৯ রানের সংগ্রহ পায় ডি ভিলিয়ার্স বাহিনী।

এমআর/এমএস

আরও পড়ুন