ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

ভারতকেই এগিয়ে রাখছেন আফ্রিদি

প্রকাশিত: ১২:১৪ পিএম, ০৩ জুন ২০১৭

ভারত-পাকিস্তান ম্যাচ মানেই আলদা উত্তেজনা। দুই দেশের মাঝেই শুধু সীমাবদ্ধ থাকে না, এর রোমাঞ্চ ছড়িয়ে পড়ে সারা বিশ্বেই। এবার চ্যাম্পিয়ন্স ট্রফিতে এমন হাই হাইভোল্টেজ ম্যাচে রোববার মাঠে নামবে চির প্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান। আর এ ম্যাচে পাকিস্তানের চেয়ে ভারতকে এগিয়ে রাখছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক শহীদ আফ্রিদি। আইসিসির ওয়েবসাইটে লেখা এক কলামে আফ্রিদি এই মন্তব্য করেছেন।

ক্রিকেটীয় শক্তির বিচার করে আফ্রিদি বলেন, ‘একজন পাকিস্তানি হিসেবে আমি অবশ্যই পাকিস্তানের জয় চাই। তবে সাম্প্রতিক অতীত ও ভারতীয় ক্রিকেটের শক্তি ইত্যাদির বিচারে আমার মনে হয় ম্যাচটাতে কোহলির দল এগিয়েই থাকবে।’

তবে পাকিস্তানের সম্ভাবনা একে বারের উড়িয়ে দেননি সাবেক এই অধিনায়ক। তার মতে, ‘ভারতীয় ক্রিকেটারদের চাপে ফেলতে পারে কেবল পাকিস্তানি বোলাররাই। তাদেরই এ ব্যাপারে দায়িত্ব নিতে হবে।’

এদিকে পাকিস্তানের সাফল্য নির্ভর করছে বিরাট কোহলিকে তাড়াতাড়ি ফেরানোর ওপর বলেও মন্তব্য করেন আফ্রিদি। এ নিয়ে তিনি বলেন, ‘কোহলির বিপক্ষে বল করা সব সময়ই চ্যালেঞ্জের। ভারতীয় ব্যাটিং ওকে ঘিরেই পরিচালিত। তাই কোহলিকে যদি দ্রুত ফিরিয়ে দেওয়া যায় তাহলে ভারতকে অল্প রানে আটকে রাখা যাবে।’

এমআর/এমএস

আরও পড়ুন