ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

প্রিমিয়ার হকি লিগে ফের জটিলতা

প্রকাশিত: ০৪:৩০ এএম, ১৩ মে ২০১৫

মোহামেডান, মেরিনার্স, ওয়ারী ও বাংলাদেশ স্পোর্টিং গতবার ঢাকা প্রিমিয়ার লিগ বয়কট করেছিল। তারপরও দেশের হকির সবচেয়ে জনপ্রিয় আসর ঢাকা প্রিমিয়ার লিগ মাঠে গড়িয়েছিল। ঢাকা আবাহনী ও ঊষা ক্রীড়াচক্র যৌথভাবে চ্যাম্পিয়ন হয়েছিল।

এবারও চারদল সিদ্ধান্তে অটল রয়েছে ফেডারেশনের বর্তমান কমিটি বিলুপ্তি না হওয়া পর্যন্ত তারা হকির কোনো কর্মসূচিতেই অংশ নেবে না। তবে ফেডারেশনের বক্তব্য ছিল কারও জন্য আমরা বসে থাকতে পারি না। প্রিমিয়ার লিগ ঠিকই মাঠে গড়াবে। দলবদলের তারিখও ঘোষণা করা হয়েছিল। কিন্তু আবাহনী ও ঊষার দাবিতে তা পিছিয়ে নতুন তারিখ ঘোষণা করা হয়েছে। কিন্তু নির্ধারিত সময়ে দলবদল হবে কিনা তা নিয়ে সংশয় রয়েছে। ফেডারেশনের সাধারণ সম্পাদক খাজা রহমত উল্লাহ বলছেন কে খেলবে বা খেলবে না এ নিয়ে ভাবার সময় নেই। লিগ ঠিকই গড়াবে।

এবারে বাস্তব চিত্র কিন্তু পুরোপুরি ভিন্ন। কেননা উষাও লিগ খেলার ব্যাপারে ততটা আগ্রহ দেখাচ্ছে না। এখন তারাও যদি না খেলে ফেডারেশন বিপাকে পড়বে। অর্থাৎ লিগ নিয়ে ভয়াবহ জটিলতা সৃষ্টি হয়েছে। আর এ জটিলতা নিরসন করতে যুব ও ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয়ের সঙ্গে বুধবার বৈঠকে বসছে প্রিমিয়ার লিগের ক্লাবগুলো।

নাম প্রকাশে অনিচ্ছুক ঊষার এক কর্মকর্তা বলেন, মোহামেডান, মেরিনার্স বড় দল। এরা খেলবে না বলে ডোনাররা দল গঠনের জন্য ফান্ড দিতে চাচ্ছেন না। এই অবস্থায় আমরা লিগে খেলি কীভাবে? তার এ কথাতেই স্পষ্ট হয়ে উঠেছে অবস্থা কতটা জটিল। চার ক্লাবের দাবি হকির বর্তমান কমিটি বিলুপ্ত করলেই তারা মাঠে ফিরবে।

মেরিনার্স ক্লাবের সাধারণ সম্পাদক রানা হাসান বলেন, ‘কীভাবে হকি বর্তমান কমিটি গঠন হয়েছে তা ক্রীড়াঙ্গনে কারও অজানা নেই। আমরা চাই এ কমিটি বিলুপ্ত করে অ্যাডহক কমিটি গঠন করা হোক। তা না হলে আমাদের মাঠে নামার প্রশ্নই ওঠে না। আমার বিশ্বাস, উপমন্ত্রী বৈঠকে এমন এক সিদ্ধান্ত দেবেন যাতে হকি উপকৃত হবে।’

এআরএস/এমএস