ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

ভারতের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ গুরুত্ব দিচ্ছেন না মাশরাফি

প্রকাশিত: ০৩:২৮ পিএম, ৩১ মে ২০১৭

প্রায় এক বছর ধরে বিদেশের মাটিতে খেলছে বাংলাদেশ। দারুণ লড়াই করেছেন মাশরাফি-সাকিব-মুশফিকরা। তবে গতকাল প্রস্তুতি ম্যাচে ভারতের বিপক্ষে বাংলাদেশের ব্যাটিংটা ছিল হতশ্রী। ভারতের করা ৩২৪ রানের জবাবে ৮৪ রানেই অলআউট হয়েছেন টাইগাররা, যা আলোচনার কেন্দ্রে চলে এসেছে।

আগামীকাল বৃহস্পতিবার চ্যাম্পিয়ন্স লিগের উদ্বোধনী ম্যাচে ইংল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ। তার আগে সংবাদ সম্মেলনে কথা বলেন মাশরাফি। সেখানে উঠে আসে ভারতের বিপক্ষে ওই প্রস্তুতি ম্যাচের কথাও। ভারতের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ গুরুত্ব দিচ্ছেন না বাংলাদেশ অধিনায়ক। জানালেন, ভুল শুধরে এগিয়ে যেতে চান সামনে।

ইংলিশ এক সাংবাদিকের জবাবে মাশরাফি বলেন, ‘আসলে এমনটা কেউ চায় না। ৮৪ রানে অলআউট হওয়াটা ভালো দেখায় না। আপনি যদি গত চার-পাঁচটি ম্যাচের দিকে তাকান। আমরা ভালো ব্যাটিং করেছি। আয়ারল্যান্ড-নিউজিল্যান্ডের বিপক্ষে আমরা ভালো করেছি। বিশেষ করে প্রস্তুতি ম্যাচে পাকিস্তানের বিপক্ষে ম্যাচটি দেখুন। পাকিস্তানের বোলাররা অনেক ভালো। গত ম্যাচটাতে আমাদের ব্যাটিংটা ভালো ছিল না, এটা বলতেই হবে।’

প্রতি ম্যাচেই তো আর এমন হবে না। উদ্বোধনী ম্যাচে ব্যাটসম্যানরাও নিজেদের সেরাটা ঢেলে দেবেন। সেই প্রত্যাশায় মাশরাফি, ‘আশা করি, আমাদের ব্যাটসম্যানরা তাদের দায়িত্বটা ঠিকঠাকভাবে পালন করবে। তারা গতকালের ম্যাচ নিয়ে ভাববে না। কিন্তু তাদের ভুলগুলো সেরে নেয়ার চেষ্টা করবে। আশা করি, আগামীকাল আমরা ঘুরে দাঁড়াতে পারব।’

এনইউ/এমএস

আরও পড়ুন