বার্সার দায়িত্ব নিয়েই মেসির প্রশংসায় ভালভার্দে
সব জল্পনা-কল্পার অবসান ঘটিয়ে বার্সেলোনার নতুন কোচ হলেন আর্নেস্তো ভালভার্দে। স্প্যানিশ কোচ লুইস এনরিকের স্থলাভিষিক্ত হয়েছেন তিনি। বার্সার দায়িত্ব নিয়েই লিওনেল মেসির প্রশংসায় পঞ্চমুখ ভালভার্দে। বার্সা প্রাণভোমরার সঙ্গে দ্রুতই সুসম্পর্ক গড়ে তুলতে চান।
মেসির প্রশংসায় ভালভার্দে বলেন, ‘বার্সা শুধু মেসি নির্ভর নয়। তবে বড় ম্যাচগুলোতে সবসময়ই দুর্দান্ত পারফর্ম করে থাকে সে। মেসি অবিশ্বাস্য, অদম্য।’
ভালভার্দে যে মেসি-ভক্ত, তার প্রমাণ মিলেছিল আগেই। অ্যাটলেটিক বিলবাওয়ের কোচ থাকাকালীন মেসিকে খুব করে চেয়েছিলেন তিনি। বলেছিলেন, ‘বিশ্বসেরা খেলোয়াড়দের অ্যাটলেটিক বিলবাওয়ে চাই। আমি আশা করি, মেসি সবার চেয়ে এগিয়ে। তাকে আমরা আনতে পারি।’
প্রসঙ্গত, ১৯৯৮-২০০০ সালে বার্সেলোনায় দুই বছর খেলেছেন ভালভার্দে। কিংবদন্তি ইয়োহান ক্রুইফের অধীনে। এস্পানিওল ও ভিয়ারিয়াল ও ভ্যালেন্সিয়ার কোচ হিসেবে দায়িত্ব পালন করেছেন ৫৩ বছর বয়সী এই কোচ। ২০১৩ সালে বিলবাওয়ের কোচ হিসেবে যোগ দেন। স্প্যানিশ সুপার কাপের ফাইনালে এই বার্সেলোনাকে হারিয়েই বিলবাওকে শিরোপা জেতান তিনি। স্প্যানিশ লা লিগায় বেশ পরিচিত মুখ ভালভার্দে।
এনইউ/জেআইএম