ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

নারীরাও ক্রিকেট সচেতন : আনজুম চোপরা

প্রকাশিত: ১২:৫৫ পিএম, ১১ মে ২০১৫

ভারতের প্রমীলা ক্রিকেট দলের সাবেক অধিনায়ক আনজুম চোপরা বলেছেন, নারীরা ক্রিকেট নিয়ে অনেক বেশি সচেতন, এ ছাড়া নারীদের অংশগ্রহণ ক্রীড়াক্ষেত্রে নারী-পুরুষের বৈষম্য কমিয়ে আনে। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের অষ্টম আসরে একটি খেলার ধারাভাষ্যে এ মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, আমি আইপিএলের এক্সট্রা ইনিংসের তিনটি সেশনে কাজ করেছি তবে ধারাভাষ্য বিষয়টি একটু অন্যরকম অনুভূতির। আমি খুশি যে বিসিসিআই আমাকে কাজ করার সুযোগ তৈরি করে দিয়েছে।

তিনি বলেন, আমি মনে করি নারী ক্রিকেটারদের ধারাভাষ্য তাদের সাফল্যের দরজা খুলে দেবে। পুরুষ ক্রিকেটারদের সঙ্গে এখন তুলনায় চলে আসছেন নারী ক্রিকেটাররাও।

সাধারণ জনগণও নারী ক্রিকেটারদের ভালোভাবে গ্রহণ করছেন। তাদের খেলা পছন্দ করছেন। তাছাড়া যে নারী ক্রিকেটার ধারাভাষ্যে আসছেন তাদের জন্য এটি প্লাসপয়েন্ট বলে উল্লেখ করেন তিনি।

আইপিএলর এক্সট্রা ইনিংস নামক ওই অনুষ্ঠানে আরো ছিলেন ইংল্যান্ডের সাবেক অধিনায়ক ইসা গুহ, অস্ট্রেলিয়ার অলরাউন্ডার লিজা স্টলেকার ও মেলানি জোনস।

বিএ/আরআই