৫ ওভারেই লণ্ডভণ্ড ইংল্যান্ডের ব্যাটিং!
প্রথম দুই ম্যাচ জিতে সিরিজটাও নিজেদের করে নিয়েছে স্বাগতিক ইংল্যান্ড। নিয়মরক্ষার ম্যাচে আজ তারা মুখোমুখি হয়েছে দক্ষিণ আফ্রিকার। যদিও দক্ষিণ আফ্রিকার কাছে এটা মানরক্ষার ম্যাচ। এই ম্যাচেই টস হেরে ব্যাট করতে নেমেছে ইংল্যান্ড। ব্যাট করতে নেমেই পড়েছে প্রোটিয়াদের বিধ্বংসী বোলিংয়ের মুখে। ৫ ওভারেই নাই হয়ে যায় ইংলিশদের ৬ উইকেট। রীতিমত লণ্ডভণ্ড হয়ে গেছে তাদের ব্যাটিং লাইনআপ।
মূলতঃ দক্ষিণ আফ্রিকান পেসার কাগিসো রাবাদার পেস তোপেই লণ্ডভণ্ড হয়ে পড়েছে ইংল্যান্ডের টপ এবং মিডল অর্ডার। প্রথম ওভারেই জেসন রয়কে আমলার ক্যাচে পরিণত করেন কাগিসো রাবাদা। দ্বিতীয় ওভারে জো রুটকে সাজঘরে ফেরান ওয়েইন পার্নেল। চতুর্থ ওভারে আবারও পার্নেলের আঘাত। আউট হয়ে ফিরে যান ইংলিশ অধিনায়ক মরগ্যান।
পঞ্চম ওভারেই তিনজন ব্যাটসম্যানকে সাজঘরের পথ দেখান রাবাদা। ওভারের প্রথম বলেই আলেক্স হেলসকে ফেরান তিনি। ওভারের পঞ্চম বলে ডু প্লেসিসের হাতে ক্যাচ দিতে বাধ্য করেন বাটলারকে। পরের বলে আবারও ক্যাচ দিতে বাধ্য করলেন ডু প্লেসিসের হাতে। এবার ব্যাটসম্যান আদিল রশিদ।
৫ ওভারে ২০ রান তুলতেই ৬ উইকেট হারিয়ে বসে ইংল্যান্ড। যদিও সপ্তম উইকেট জুটিতে ডেভিড উইলিকে নিয়ে জনি বেয়ারেস্ট ৬২ রানের জুটি গড়ে ইংল্যান্ডের মহা বিপর্যয় সামাল দেন। ৩৯ বলে ২৬ রান করে আউট হয়ে যান উইলি। এ রিপোর্ট লেখার সময় ৬৬ বলে ৫১ রানে অপরাজিত থাকেন বেয়ারেস্ট। ৩০ রানে অপরাজিত রয়েছেন অভিষিক্ত টবি রোল্যান্ড জোন্স। ইংল্যান্ডের রান ২৭ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৩৩।
আইএইচএস/পিআর