ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

ব্রাজিলের বিপক্ষে খেলতে পারছেন না মাচেরানো

প্রকাশিত: ০৪:০৪ এএম, ২৯ মে ২০১৭

আলাভেসকে ৩-১ গোলে হারিয়ে কোপা দেল রের শিরোপা জিতেছে বার্সেলোনা। ওই ম্যাচে খেলতে গিয়ে ইনজুরিতে পড়েছেন বার্সার তারকা মিডফিল্ডার হ্যাভিয়ের মাচেরানো। হাঁটুর ইনজুরির কারণে ৬ সপ্তাহ মাঠে বাইরে থাকতে হচ্ছে তাকে। যে কারণে আগামী ৯ জুন অনুষ্ঠিতব্য প্রীতি ম্যাচে ব্রাজিলের বিপক্ষে খেলতে পারছেন না আর্জেন্টাইন এই মিডফিল্ডার।

এরপর ১৩ জুন সিঙ্গাপুরের বিপক্ষে আরেকটি প্রীতি ম্যাচ খেলবে আর্জেন্টিনা। ওই ম্যাচেও মাচেরানোকে পাচ্ছেন না মেসি-ডি মারিয়ারা। তার মানে, আর্জেন্টিনার নতুন কোচ হোর্হে সাম্পাওলি তার মিশন শুরুর মুহূর্তে পাচ্ছেন না দলের অন্যতম সেরা ফুটবলার মাচেরানোকে। এদগার্দো বাউজার স্থলাভিষিক্ত হয়েছেন সাম্পাওলি।

কোপা দেল রের ফাইনালে আলাভেসের ফুটবলার মারকোস লঁরেন্তের সঙ্গে ধাক্কা লাগে মাচেরানোর। মাথা আঘাত পেয়েছেন বার্সা মিডফিল্ডার। রক্তক্ষরণও হয়েছে বেশ। তবে মাচেরানোর হাঁটুর পুরনো ব্যথা দেখা দিয়েছে নতুন করে। মূলত এই হাঁটুর ইনজুরিই তাকে মাঠের বাইরে ছিটকে দিয়েছে।

মাচেরানোর ইনজুরি নিয়ে বার্সা এক বিবৃতিতে জানিয়েছে, ‘মাচেরানোর ইনজুরির পরীক্ষা করা হয়েছে। তার ডান পায়ের পেছনের দিকে সমস্যা ধরা পড়েছে। ইনজুরি কাটিয়ে উঠতে ৬ মাস মাঠের বাইরে থাকতে হচ্ছে তাকে।’

এনইউ/এমএস

আরও পড়ুন