ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

‘গ্রুপ অব ডেথে’ বাংলাদেশ : মাশরাফি

প্রকাশিত: ০৩:৫৮ এএম, ২৬ মে ২০১৭

আয়ারল্যান্ডের ত্রিদেশীয় সিরিজের পর এবার মাশরাফিবাহিনীর লক্ষ্য চ্যাম্পিয়ন্স ট্রফি। `এ` গ্রুপে স্বাগতিক ইংল্যান্ড ছাড়াও বাংলাদেশের প্রতিপক্ষ নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়া। আর তাই নিজেদের ‘গ্রুপ অব ডেথে’ দেখছে বাংলাদেশ অধিনায়ক মাশরাফি মর্তুজা।

নিজেদের গ্রুপকে ‘গ্রুপ অব ডেথ’ উল্লেখ করে মাশরাফি বলেন, ‘‘আমরা যে গ্রুপে পড়েছি, সেটা বলতে গেলে “গ্রুপ অব ডেথ”। বিশ্বের বড় তিনটি দলের বিপক্ষে একই গ্রুপে আমাদের খেলতে হবে। তাদের বিপক্ষে কোন কিছুই ভবিষ্যতবাণী করতে পারবেন না, আপনার দিনে আপনি জিততে পারবেন। আমরা ম্যাচের শুরু থেকেই তৈরি থাকব, যদি সুযোগ আসে আশা করি আমরা তা ভালোভাবে কাজে লাগাতে সক্ষম হবো।’

চ্যাম্পিয়ন্স ট্রফিতে মাঠে নামার আগে আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজে অংশ নেয় বাংলাদেশ দল। শেষ ম্যাচে নিউজিল্যান্ডকে হারানোয় চ্যাম্পিয়ন্স ট্রফিতে টাইগারদের আত্মবিশ্বাসও অনেকটা বেড়ে গেছে। তবে আত্মবিশ্বাসে নিজেদের ভাসিয়ে বেড়াতে রাজি নন মাশরাফি। চ্যাম্পিয়নস ট্রফিতে কিউইদের হারানো কঠিন হবে উল্লেখ করে মাশরাফি বলেন, টিম সাউদি ও ট্রেন্ট বোল্ট ফিরলেই ওদের বোলিং আরও ভালো হবে। কেন উইলিয়ামসন ও মার্টিন গাপটিলও ফিরবে। তবু একটা জয় সব সময় দলকে আত্মবিশ্বাস এনে দেয়। আয়ারল্যান্ড থেকে এটা নিয়ে ফিরতে পারছি, আশা করি এটা কাজে লাগবে।’

উল্লেখ্য, চ্যাম্পিয়ন্স ট্রফির আগে আগামী ২৭ মে পাকিস্তানের বিপক্ষে প্রথম প্রস্তুতি ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ। ৩০ মে লন্ডনের ওভালে দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে টাইগারদের প্রতিপক্ষ ভারত। এরপর ১ জুন আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির উদ্বোধনী ম্যাচে স্বাগতিক ইংল্যান্ডের মুখোমুখি হবে টাইগাররা। ৫ মে নিজেদের দ্বিতীয় ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নামবে টাইগাররা। আর শেষ ম্যাচে ৯ মে টাইগারদের প্রতিপক্ষ নিউজিল্যান্ড।

এমআর/এমএস

আরও পড়ুন