ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

চাকরি হারালেন ইংল্যান্ড কোচ মুরস

প্রকাশিত: ০৮:১৭ এএম, ১০ মে ২০১৫

বিশ্বকাপে ইংল্যান্ডের বাজে পারফরম্যান্সের পর ক্যারিবিয়দের সাথে টেস্ট সিরিজ ১-১ ড্র। গুঞ্জনটা বেশ আগেরই ছিল। এবার তা বাস্তবে রূপ নিল। সবকিছু ঢেলে সাজানোর পরিকল্পনার অংশ হিসেবে শনিবার ইসিবির পরিচালকের দায়িত্ব দেয়া হলো অ্যান্ড্রু স্ট্রাউসকে। ইংল্যান্ডের সাবেক এ অধিনায়ক দায়িত্ব গ্রহণের পর পরই জাতীয় দলের কোচ পদ থেকে ছাঁটাই হলেন পিটার মুরস।

পল ডাউনটাউনের জায়গায় নিয়োগ লাভের খবর পাওয়ার পর ডাবলিন থেকে দেশে ছুটে আসেন স্ট্রাউস। সেখানে তিনি আয়াল্যান্ড-ইংল্যান্ড ওয়ানডে ম্যাচের ব্রডকাস্টিংয়ের দায়িত্বে ছিলেন। ইসিবির পক্ষ থেকে বিবৃতিতে বলা হয়,  ইংল্যান্ড ক্রিকেটের পরিচালকের দায়িত্ব অর্পণ করা হয়েছে স্ট্রাউসের ওপর। এর ফলে ইংল্যান্ড দলের দীর্ঘমেয়াদি পরিকল্পনা ও কোচিং ম্যানেজমেন্টের অবকাঠামো ঠিক করার দায়িত্ব পাবেন স্ট্রাউস। প্রায় এক মাস পর্যালোচনার পর এ পদের জন্য তাকে বেছে নেয়া হয়েছে।

স্ট্রাউস এর আগে বলেছিলেন, ইসিবি পরিচালকের দায়িত্ব পেলে সবার আগে তিনি মুরসকে ছাঁটাই করবেন। বিশ্বকাপে জাতীয় দলের বাজে পারফরম্যান্সই তার কারণ। এছাড়া ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষেও টেস্ট সিরিজ ড্র করে মুরসের দল।

এমআর/এমএস