ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

সিলেটে শুরু হচ্ছে ডে-নাইট টি-টুয়েন্টি টুর্নামেন্ট

প্রকাশিত: ১২:০৫ পিএম, ০৯ মে ২০১৫

সিলেট জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে প্রথম জাকির কোরেশী মেমোরিয়াল টি টুয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট আগামি সোমবার থেকে সিলেট জেলা স্টেডিয়ামে শুরু হচ্ছে। সিলেট জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় এ টুর্নামেন্টে ৮টি দল অংশগ্রহণ করবে। প্রতিটি গ্রুপ থেকে শীর্ষ দুটি দল সেমিফাইনাল খেলবে। টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠান, সেমিফাইনাল এবং ফাইনাল ডে-নাইট হবে বলে জানা গেছে।

এছাড়া প্রতিটি দল পাঁচজন করে বিদেশী বা জাতীয় দলের খেলোয়াড়ের নাম রেজিস্ট্রেশন করতে পারবে। তবে মাঠে খেলতে পারবেন তিনজন খেলোয়ার। স্থানীয় খেলোয়ারদের খেলার সুযোগ দিতেই এই নিয়ম বলে জানান আয়োজকরা।

টুর্নামেন্টের চ্যাম্পিয়ান দলের জন্য ১ লাখ টাকা এবং রানারআপ দলের জন্য ৬০ হাজার টাকা প্রাইজমানি নির্ধারণ করা হয়েছে। এছাড়া ম্যান অব দ্যা ম্যাচ এবং ম্যান অব দ্যা সিরিজের জন্যও প্রাইজ মানি থাকবে।

শনিবার বেলা দেড়টায় সিলেট জেলা ক্রীড়া সংস্থা ভবনে এক সংবাদ সম্মেলনে প্রথম জাকির কোরেশী মেমোরিয়েল টি-টুয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টের পরিচালনা কমিটি সদস্য ফরহাদ কোরেশী এ তথ্য জানান।

সংবাদ সম্মেলনে তিনি আরো জানান, ১১ মে সোমবার বিকেল ৪টায় সিলেটের জেলা প্রশাসক এ টুর্নামেন্টের উদ্বোধন করবেন। এজন্য ব্যয় ধরা হয়েছে প্রায় সাড়ে ৬ লক্ষ টাকা।

টুর্নামেন্টে অংশগ্রহণকারী দলগুলো হচ্ছে গ্র্যান্ড সিলেট, বাংলাদেশ উড ফার্নিচার, ক্লেমন সুরমা ক্রিকেট একাডেমি, গ্রীন সিলেট ক্রিকেট একাডেমি, সিলেট টাইগার্স ক্রিকেট সেন্টার, নান্টু স্মৃতি সংসদ দিরাই, ওয়ান্ডারর্স ক্লাব মৌলভীবাজার, একতা স্পোটিং ক্লাব বিশ্বনাথ।

প্রসঙ্গত, ২০১৩ সালে সিলেটের ক্রীড়া ব্যক্তিত্ব, সিলেট জিমখানা ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক জাকির উদ্দিন কোরেশী মারা যান। তার নামেই এই টুর্নামেন্টের নামকরণ করা হয়েছে।

ছামির মাহমুদ/এমজেড/আরআই