ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

টস জিতে ব্যাটিংয়ে মুম্বাই

প্রকাশিত: ০২:০৭ পিএম, ২১ মে ২০১৭

আইপিএলের দশম আসরের শিরোপা নির্ধারণী ম্যাচে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন মুম্বাই ইন্ডিয়ান্সের অধিনায়ক রোহিত শর্মা। হায়দরাবাদের রাজিব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায়। সরাসরি সম্প্রচার করবে চ্যানেল নাইন, সনি সিক্স ও সনি ইএসপিএন।

এবারের আসরে দুই দল মুখোমুখি হয়েছে তিনবার। আর তিনবারই মুম্বাই ইন্ডিয়ান্সকে হারিয়েছে পুনে। ফাইনালে এটা অবশ্যই আত্মবিশ্বাস জোগাবে পুনেকে। দলটির অধিনায়ক স্টিভেন স্মিথও জানালেন সে কথাই, ‘হ্যাঁ, এই পরিসংখ্যান আমাদের একটু আত্মবিশ্বাস বাড়াবে। এটা ঠিক। তবে এতে গা ভাসাতে চাই না। ফাইনাল বলে কথা। এখানে নতুন একটা ম্যাচের লড়াই। যে দল ভালো করবে, সেই দলই জিতবে শিরোপা।’

cheer-up

অপরদিকে মুম্বাই অধিনায়ক রোহিত শর্মা অতীত নিয়ে ভাবতে চান না। বলেন, ‘ভালো খেলতে পারিনি বলে আমরা পুনের কাছে ম্যাচ হেরেছি। ফাইনাল সম্পূর্ণ আলাদা একটা ম্যাচ। নিজেদের সেরাটাই উজাড় করে দিতে হবে। নিশ্চিত করতে হবে, আমরা পুনের চেয়ে ভালো ক্রিকেট খেলছি।

এদিকে আগের দুইবারের চ্যাম্পিয়ন মুম্বাই আজ জিতলে হবে তৃতীয় শিরোপা। অপরদিকে মুম্বাই হারলে পুনে প্রথমবারের মত ঘরে তুলবে আইপিএলের ট্রফি।

মুম্বাই ইন্ডিয়ান্স
লেন্ডল সিমন্স, পার্থিব প্যাটেল, আম্বাতি রাইডু, রোহিত শর্মা, হার্দিক পান্ডিয়া, কাইরন পোলার্ড, ক্রুনাল পান্ডিয়া, মিশেল জনসন, করণ শর্মা, জাস্প্রিত বুমরা, লাসিথ মালিঙ্গা।

রাইজিং পুনে সুপার জায়ান্টস
অজিঙ্কা রাহানে, রাহুল ত্রিপাথি, স্টিভেন স্মিথ, মনোজ তিওয়ারি, এম এস ধোনি, ড্যানিয়েল ক্রিস্টিয়ান, ওয়াসিংটন সুন্দর, লকি ফার্গুসন, অ্যাডাম জাম্পা, শারদুল ঠাকুর, জয়দেভ উনারকট।

এমআর/জেআইএম

আরও পড়ুন