সাম্পাওলিই আর্জেন্টিনার কোচ
ব্যর্থতার দায় নিয়ে বাউজার বিদায়ের পর থেকেই গুঞ্জন ওঠে মেসি-হিগুয়েনদের কোচ হচ্ছেন সাম্পাওলি। অবশেষে গুঞ্জনই শেষ পর্যন্ত সত্যি হতে যাচ্ছে। সেভিয়ার ৫৭ বছর বয়সী আর্জেন্টাইনই মেসিদের পরবর্তী কোচ হতে যাচ্ছেন। স্প্যানিশ মিডিয়া এএসের মতে, লা লিগার চলতি মৌসুম শেষেই সাম্পাওলিকে আর্জেন্টিনা কোচ হিসেবে পরিচয় করিয়ে দেওয়া হবে।
সেভিয়ার সঙ্গে সাম্পাওলির চুক্তিটা দুই বছরের, শেষ হবে ২০১৭-১৮ মৌসুমের শেষে। তাই আর্জেন্টিনার আগ্রহের কথা জানতে পেরেই সেভিয়া সোজাসুজি বলে দেয়, সাম্পাওলিকে এত সহজে ছাড়বে না তারা। তবে হোর্হে সাম্পাওলি অনেক আগেই মেসিদের কোচ হওয়ার ইচ্ছা পোষণ করেন। এ নিয়ে সাম্পাওলি বলেন, আমার দেশ আমাকে কোচ হিসেবে চাচ্ছে আর এটা আমার ছোটবেলার স্বপ্ন।
চিলিকে কোপা আমেরিকার শিরোপা জেতানো সাম্পাওলি সেভিয়ার দায়িত্ব নিয়েছিলেন দুই বছরের জন্য। এখন এক বছরের মাথায় চলে গেলে তাকে কিছু ক্ষতিপূরণও দিতে হবে। সেদিকে ইঙ্গিত না করে সাম্পাওলির যুক্তি, `একজন খেলোয়াড় চুক্তির মধ্যে থেকেও চলে যেতে পারে, তাহলে একজন কোচ কেন পারবে না?
উল্লেখ্য, বিশ্বকাপ বাছাইয়ে এ মুহূর্তে পঞ্চম অবস্থানে আছে আর্জেন্টিনা। যদিও বিশ্বকাপে সরাসরি জায়গা করবে চারটি দল। পঞ্চম দলকে খেলতে হবে প্লে-অফে। আর্জেন্টিনার কঠিন এই সময়ে সাম্পাওলি মে মাসের শেষ সপ্তাহে দায়িত্ব নিলে প্রথম মিশন হবে জুনের প্রীতি ম্যাচ। যার একটি ব্রাজিলের বিপক্ষে।
এমআর/আরআইপি