ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

পিসিবিকে এবার হুমকি দিলেন নাসির জামশেদ

প্রকাশিত: ১০:০৯ এএম, ১৮ মে ২০১৭

পাকিস্তান সুপার লিগে (পিএসএল) নাসির জামশেদের বিরুদ্ধে স্পট-ফিক্সিংয়ের অভিযোগ ওঠে। আপাতত সাময়িক নিষিদ্ধ রয়েছেন। লন্ডনে গ্রেফতারও হয়েছিলেন। পরে জামিনে মুক্তি পেয়েছেন। এক বিবৃতিতে পাকিস্তান ক্রিকেট বোর্ড জানিয়েছিল, অ্যান্টি-করাপশন কোড ভাঙায় নাসির জামশেদকে সব ধরনের ক্রিকেট থেকে সাময়িক নিষিদ্ধ করেছে পিসিবি।

পিসিবির অভিযোগের বিরুদ্ধে আগেই চ্যালেঞ্জ জানানোর কথা জানিয়েছিলেন জামশেদ। এবার তো বোর্ডের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়ার হুমকিই দিলেন পাকিস্তানি এই ক্রিকেটার। জামশেদের অভিযোগ, পিসিবি তার নামে অপবাদ ছড়াচ্ছে।

গতকাল বুধবার নিজের অফিসিয়াল টুইটার পেজে জামশেদ একটি ভিডিও শেয়ার করেছেন। সেখানে পিসিবির বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়ার কথা জানান। ভিডিওর পাশে লিখেছেন, ‘আমার নীরবতার সুযোগ নিচ্ছে পিসিবি। সময় এসেছে জবাব দেয়ার। সময় এসেছে তাদের আদালতে নেয়ার।’

নাসির জামশেদ নিজেদের অবস্থান নিয়ে বলেন, ‘পিসিবি আমার সঙ্গে যা করছে, তা অনুচিত। আমার বিরুদ্ধে সাক্ষ্য দিতে খেলোয়াড়দের ওপর চাপ সৃষ্টি করছে। এখানেই শেষ নয়, পিসিবি আমার নামে অপবাদ ছড়াচ্ছে। আমি বিপিবির কাছে অনুরোধ রেখেছি, তারা যেন প্রমাণ হাজির করে। জনসম্মুখে আমি তাদের প্রমাণকে চ্যালেঞ্জ জানাতে চাই। পেশাদার ক্যারিয়ার বলতে কিছু আছে। আমার ব্যক্তিগত জীবনেও এসব প্রভাব ফেলছে। আমি আমার আইনজীবীর সঙ্গে কথা বলেছি। আমরা চ্যালেঞ্জ জানাতে প্রস্তুত। এর জন্য পিসিবিকে আদালতে নেয়ার ইচ্ছাও রয়েছে।’

এনইউ/পিআর

আরও পড়ুন