ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

উদ্বোধনী জুটিতে ট্রিপল সেঞ্চুরির রেকর্ড

প্রকাশিত: ০৭:২৯ এএম, ১৬ মে ২০১৭

দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত চারদেশীয় সিরিজে আয়ারল্যান্ডের বিপক্ষে ব্যাট হাতে দারুণ এক কীর্তি গড়লেন ভারতের দুই ব্যাটসম্যান দীপ্তি শর্মা ও পুনম রাউত। উদ্বোধনী জুটিতে ৩২০ রানের জুটি গড়েন নারী দলের এই দুই তারকা। আর ক্রিকেট বিশ্ব ওয়ানডেতে প্রথম দেখল উদ্বোধনী জুটিতে ট্রিপল সেঞ্চুরি।

উদ্বোধনী জুটিতে মেয়েদের ক্রিকেট তো বটেই, ছেলেদের ওয়ানডে মিলিয়েও উদ্বোধনীতে এটি সবচেয়ে বড় রানের জুটি। ছেলেদের ক্রিকেটে ২০০৬ সালে লিডসে ইংল্যান্ডের ৩২১ রান তাড়া করতে নেমে সনৎ জয়াসুরিয়া ও উপুল থারাঙ্গা মিলে গড়েছিলেন ২৮৬ রানের জুটি। আর মেয়েদের ক্রিকেটে ২০০৮ সালে লর্ডসে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ২৬৮ রানের জুটি গড়েছিলেন ইংল্যান্ডের সারাহ টেলর ও ক্যারোলিন অ্যাটকিন্স।

এদিকে জুটির রেকর্ড গড়লেও ব্যক্তিগত একটি মাইলফলকের খুব কাছে গিয়ে আউট হন দীপ্তি। মাত্র ১২ রানের জন্য করতে পারেননি ডাবল সেঞ্চুরি। ২৭ চার ও ২ ছক্কায় ১৬০ বলে করেন ১৮৮। আর পুনম ১০৯ রান করে অবসর নেন।

এমআর/পিআর

আরও পড়ুন