ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

অ্যাশেজ বর্জনের হুমকি স্মিথ-ওয়ার্নারদের

প্রকাশিত: ০৪:৩২ এএম, ১৬ মে ২০১৭

চুক্তি নিয়ে অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ড ও খেলোয়াড়দের মধ্যে দ্বন্দ্ব গত কয়েকদিনে রুদ্ররূপ ধারন করেছে। বোর্ডের প্রধান নির্বাহী জেমস সাদারল্যান্ডের হুমকির জবাবে এবার পাল্টা হুমকি দিলেন খেলোয়াড়রা। তাদের চাওয়ামতো চুক্তি না হলে অ্যাশেজ বর্জন করবেন স্মিথ-ওয়ার্নাররা।

নতুন চুক্তি নিয়ে খেলোয়াড়দের দাবি বোর্ডের লভ্যাংশের একটি অংশ তাদের বেতনের সঙ্গে সংযুক্ত করা হোক। কিন্তু এই প্রস্তাব কিছুতেই মানতে রাজি নন বোর্ড কর্তারা। প্রধান নির্বাহী জেমস সাদারল্যান্ড শনিবার খেলোয়াড়দেরকে হুমকি দিয়ে এক বিবৃতিতে বলেন, ‘নতুন চুক্তিতে সই না করলে আগামী ৩০ জুন বর্তমান চুক্তি শেষ হওয়ার পর আর ক্রিকেটারদের আর বেতন দেওয়া হবে না।’

australia

তবে বোর্ডের কঠোর অবস্থানের পর পাল্টা হুমকি দেন ক্রিকেটাররা। ওয়ার্নার বলেন, ‘আমি সত্যিই আশা করি, তারা একটি সমঝোতায় আসবে। আর ব্যাপারটি যদি চূড়ান্ত সীমায় যায়, বোর্ড হয়ত অ্যাশেজের জন্য কোনো দলই পাবে না। গ্রীষ্মে অস্ট্রেলিয়ায় ক্রিকেট হবে না। সবকিছুই এখন তাদের (বোর্ডের) হাতে।’

বোলার মিশেল স্টার্ক টুইট করেন, ‘ছেলে এবং মেয়েদের বেশ আকর্ষণীয় একটি অ্যাশেজ বানিয়ে ফেলুন।’ রিটুইটে শেন ওয়াটসন লেখেন, ‘ভালো বলেছ, কোনো খেলোয়াড় ছাড়া অবশ্যই একটি আকর্ষণীয় অ্যাশেজ হতে যাচ্ছে।’

এমআর/জেআইএম

আরও পড়ুন