ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

হুয়াওয়ের সঙ্গেই থাকছেন সাকিব

প্রকাশিত: ১১:১৯ এএম, ১৫ মে ২০১৭

তথ্য-যোগাযোগ প্রযুক্তি এবং টেলিযোগাযোগ প্রতিষ্ঠান হুয়াওয়ের সঙ্গে আগেও ছিলেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। প্রতিষ্ঠানটির শুভেচ্ছাদূত হিসেবে দায়িত্ব পালন করছিলেন তিনি। নতুন করে আবারও প্রতিষ্ঠানটির সঙ্গে চুক্তিবদ্ধ হলেন সাকিব। ২০২০ সাল পর্যন্ত হুয়াওয়ের শুভেচ্ছা দূত সাকিব আল হাসান।

হুয়াওয়ের পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে সাকিব আল হাসানের সঙ্গে চুক্তি নবায়নের বিষয়টি জানানো হয়েছে। সম্প্রতি দু’পক্ষের মধ্যে এ বিষয়ে চুক্তি স্বাক্ষর করা হয়। সাকিবের সঙ্গে এই চুক্তি নিয়ে হুয়াওয়ে টেকনোলজিস (বাংলাদেশ) লিমিটেডের প্রধান নির্বাহী ঝাও হাওফু বলেন, ‘গত এক বছর ধরে হুয়াওয়ে সাকিব আল হাসানের সাথে কাজ করে আসছে। হুয়াওয়ে ও সাকিবের মধ্যে প্রতিশ্রুতির ধারাবাহিকতার ফলেই এ চুক্তির আরও বিস্তৃতি ঘটেছে।’

চুক্তির উদ্দেশ্য নিয়ে তিনি বলেন, ‘সাকিব বাংলাদেশের সেরা ক্রিকেটার, পুরো জাতিই তাকে ভালোবাসে। বাংলাদেশের গ্রাহকদের সেরাটা তুলে দিতে এবং তাদের আরও কাছে পৌঁছানোর লক্ষ্য নিয়েই হুয়াওয়ে বাংলাদেশে এসেছে। আর এ লক্ষ্যেই আমরা কাজ করে যাচ্ছি। এদেশে হুয়াওয়ে ব্র্যান্ডের লক্ষ্য ও প্রয়াস অনুধাবনের ক্ষেত্রে এ অংশীদারিত্ব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’

হুয়াওয়ে টেকনোলজিস (বাংলাদেশ) লিমিটেডের ডিভাইস সেলস ডিরেক্টর জিয়াউদ্দীন চৌধুরী বলেন, ‘আমি বিশ্বাস করি নবায়ন করা এ অংশীদারিত্ব হুয়াওয়েকে বাংলাদেশের গ্রাহকদের আরও কাছে পৌঁছাতে সহায়তা করবে। ব্র্যান্ড হিসেবে প্রতিনিয়তই হুয়াওয়ের জনপ্রিয়তা বাড়ছে। এ ক্ষেত্রে অনেক জায়গা আছে, যেখানে আমরা সাকিবের সাথে কাজ করতে পারি।’

সাকিব আল হাসান চুক্তির বিষযে বলেন, ‘হুয়াওয়ের সাথে যুক্ত হতে পেরে আমি অত্যন্ত আনন্দিত। হুয়াওয়ে বৈশ্বিকভাবে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, টেলিযোগাযোগ এবং ডিভাইস শিল্পখাতে উচ্চমান বজায় রেখে আসছে। হুয়াওয়ের উদ্ভাবনী তথ্য-যোগাযোগ প্রযুক্তি বিষয়ক সমাধান, পণ্য ও সেবা বিশ্বজুড়েই অত্যন্ত জনপ্রিয়। আমি আশাবাদী, এ অংশীদারিত্ব হুয়াওয়ে ও আমার উভয়ের জন্য ইতিবাচক ফলাফল নিয়ে আসবে।’

আইএইচএস/এমএস

আরও পড়ুন