ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

ম্যানইউর হার, তিনে লিভারপুল

প্রকাশিত: ০৫:০৩ এএম, ১৫ মে ২০১৭

একই রাতে দুই ধরনের অভিজ্ঞতা হলো ম্যানচেস্টার ইউনাইটেড ও লিভারপুলের। লন্ডনের হোয়াইট হার্ট লেনে টটেনহামের কাছে ২-১ ব্যবধানে হেরে গেছে ম্যানইউ। অপর ম্যাচে ওয়েস্টহাম ইউনাইটেডের বিপক্ষে ৪-০ গোলের বড় জয় নিয়ে মাঠ ছেড়েছে লিভারপুল।

ওয়েস্টহামকে হারিয়ে প্রিমিয়ার লিগের পয়েন্ট টেবিলে তিনে উঠে এসেছে লিভারপুল। ৩৭ ম্যাচ শেষে অল রেডসদের ভাণ্ডারে জমা পড়ল ৭৩ পয়েন্ট। পেছনে ফেলেছে ম্যানচেস্টার সিটিকে। ৩৬ ম্যাচ খেলা পেপ গার্দিওলার দলের ঝুলিতে জমা আছে ৭২ পয়েন্ট। শীর্ষে থাকা চেলসির সংগ্রহ ৮২।

দ্বিতীয় স্থান অধিকারী টটেনহামের পুঁজি ৩৬ ম্যাচে ৮০ পয়েন্ট। ষষ্ঠ স্থানেই পড়ে থাকা হোসে মরিনহোর ম্যানইউ সংগ্রহ করেছে ৩৬ ম্যাচে ৬৫ পয়েন্ট। সমসংখ্যক ম্যাচে ৬৯ পয়েন্ট নিয়ে আর্সেনালের অবস্থান পঞ্চম।

লিভারপুলের জয়ের নায়ক ফিলিপে কুটিনহো। জোড়া গোল করেছেন তিনি। পাঁচ মিনিটের ব্যবধানে (৫৬ ও ৬১ মিনিট) ওয়েস্টহামের জাল কাঁপান তিনি। লিভারপুলের অপর দুই গোলদাতা ড্যানিয়েল স্টারিজ ও ডিভোক ওরিগি।

অপরদিকে প্রতিপক্ষের মাঠে খেলতে নেমে ম্যাচের শুরু থেকেই ছন্দহীন ছিল ম্যানইউ। ৬ মিনিটের মাথায় হজম করে প্রথম গোলটি। এ সময়ে ম্যানইউর জাল কাঁপান টটেনহামের ভিক্টোর ওয়ানিয়ামা। টটেনহামের পক্ষে দ্বিতীয় গোলটি করেন হ্যারি কেন। ৭১ মিনিটের ম্যানইউর পক্ষে একটি গোল শোধ দেন ওয়েন রুনি।

এনইউ/জেআইএম

আরও পড়ুন