কোপা আমেরিকা : দলে নেই অস্কার কাকা
দক্ষিণ আমেরিকা অঞ্চলের সবচেয়ে বড় ফুটবল আসর কোপা আমেরিকা আগামী ১১ জুন থেকে চিলিতে শুরু হচ্ছে। এ লক্ষ্যে ২৩ সদস্যের দল ঘোষণা করেছে ব্রাজিলের ফুটবল ফেডারেশন। তবে এ দলে জায়গা হয়নি চেলসির তারকা অস্কারের। কারণ অস্কার চেলসির সর্বশেষ অনুশীলনের সময় ইনজুরিতে ছিলেন। চিকিৎসকের পরামর্শে তাকে আরও কিছুদিন বিশ্রামে থাকতে হচ্ছে। এছাড়া দানি আলভেজ এবং কাকাকেও দলে রাখা হয়নি।
ব্রাজিল দল:
গোলরক্ষক: জেফারসন, দিয়েগো আলভেজ, মার্সেলো গ্রোহি।
ডিফেন্স: ডেভিড লুইজ, মারকুইনহোস, থিয়াগো সিলভা, মিরান্ডা, দানিলো, মার্সেলো, ফেলিপ লুইস, ফ্যাবিনহো।
মিডফিল্ডার: লুইস গুস্তাভো, ফার্নান্দিনহো, এলিয়াস, ক্যাসেমিরো, এভারটন রিবেরিও, দগলাস কস্তা, উইলিয়ান, কোউতিনহো।
ফরোয়ার্ড: নেইমার, দিয়েগো তারদেলি, রোবিনহো, রবার্তো ফারমিনো।
জুনের ১৪ তারিখ পেরুর বিপক্ষে ম্যাচ দিয়ে ৪৪তম কোপা আমেরিকার মিশন শুরু করবে ব্রাজিল। ‘সি’ গ্রুপে ব্রাজিলকে লড়তে হবে পেরু, কলম্বিয়া আর ভেনেজুয়েলার বিপক্ষে।
এএইচ/এমএস