ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

বৃষ্টিতে বাতিল হয়ে গেল বাংলাদেশের প্রথম ম্যাচ

প্রকাশিত: ০৪:০৭ পিএম, ১২ মে ২০১৭

দফায় দফায় বৃষ্টি। কখনও বেড়েছে, আবার কখনও কমেছে। তবে থামেনি। ডাবলিনের দ্য ভিলেজ স্টেডিয়ামে বৃষ্টির কাছেই হার মানল ক্রিকেট! শেষ পর্যন্ত বাতিল হয়ে গেল বাংলাদেশের প্রথম ম্যাচ। তার মানে, ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচে বাংলাদেশ জিতেনি; আবার হারেনি স্বাগতিক আয়ারল্যান্ডও।

ম্যাচের শুরু হওয়ার আগেই অবশ্য বাগড়া বসিয়েছিল বৃষ্টি। এতে কিছুটা দেরিতে শুরু হয় খেলা। ম্যাচের মাঝপথে আবারও হানা দেয় বৃষ্টি। ম্যাচের ৩২তম ওভারের প্রথম বলটি করেন টিম মুরতাগ। এরপরই নামে বৃষ্টি। ক্রিকেটারদের নিয়ে ড্রেসিংরুমে চলেন যান আম্পায়াররা। বৃষ্টির আগে ৩১.১ ওভার খেলে বাংলাদেশ সংগ্রহ করেছিল ৪ উইকেটে ১৫৭ রান। তামিম ইকবাল ৬৪ (৮৮ বলে ৮টি চারে) এবং মাহমুদউল্লাহ রিয়াদ ৪৩ রানে (৫৬ বলে চারটি চার ও একটি ছক্কায়) অপরাজিত ছিলেন।

এর আগে টস হেরে প্রথমে ব্যাটিংয়ে নামে সাকিব আল হাসানের দল। সূচনাটা ভালো হয়নি টাইগারদের। শুরুতেই সৌম্য সরকারকে হারিয়ে বিপাকে পড়ে সফরকারীরা। তামিম ইকবালের সঙ্গে ইনিংসের গোড়াপত্তন করতে নামেন সৌম্য। ৭ বল মোকাবেলা করেছেন এই ওপেনার। একটি বাউন্ডারিতে ৫ রান করতেই পিটার চেজের বলে নেইল ও’ব্রেইনের হাতে ক্যাচ তুলে দেন সৌম্য।

প্রস্তুতি ম্যাচে সেঞ্চুরি করেছিলেন সাব্বির রহমান। কিন্তু মূল লড়াইয়ে এসে বাংলাদেশকে হতাশ করেছেন তিনি। ৩ বল খেলেও দলের স্কোরশিটে কোনো রানই যোগ করতে পারেননি। পিটার চেজের বল উড়িয়ে মারতে গিয়ে সাব্বির ধরা পড়েন টিম মুরতাগের হাতে।  

মুশফিকুর রহীমও নামের প্রতি সুবিচার করতে পারেননি। টাইগারদের অন্যতম ভরসা আজ থেমেছেন ১৩ রানে। ব্যারি ম্যাকআর্থির বল থার্ডম্যান অঞ্চলে কাট করতে গিয়ে স্লিপে গ্যারি উইলসনের হাতে ধরা পড়েন মুশফিক। ১৭ বলে তিনটি চারের মারে ইনিংসটি সাজান মুশফিক।

এরপর আয়ারল্যান্ডের বোলারদের তোপে পড়ে বাংলাদেশ। শুরুর ধাক্কা কাটিয়ে উঠতে না উঠতেই ব্যাটিং বিপর্যয়ে পড়ে সফরকারীরা। সেই বিপর্যয় কাটিতে উঠতে হাল ধরতে পারতেন অধিনায়ক সাকিব আল হাসান। কিন্তু পারেননি। ১৬ বলে দুটি চারের সাহায্যে ১৪ রান করতেই পিটার চেজের শিকারে পরিণত হন। দলীয় ৭০ রানের মাথায় আইরিশ উইকেটরক্ষক নেইল ও’ব্রেইনের হাতে ক্যাচ দিয়ে সাকিব প্যাভিলিয়নের পথ ধরেন এক রাশ হতাশা উপহার নিয়ে।

প্রসঙ্গত, আইরিশদের বিপক্ষে এই ম্যাচে খেলতে পারেননি টাইগারদের নিয়মিত অধিনায়ক মাশরাফি। নিষেধাজ্ঞার কারণে একাদশের বাইরে থাকতে হয়েছে নড়াইল এক্সপ্রেসকে। মাশরাফির পরিবর্তে বাংলাদেশ দলকে নেতৃত্ব দেন সাকিব আল হাসান। বাংলাদেশের পরবর্তী ম্যাচ আগামী বুধবার (১৭ মে)। ডাবলিনেই গড়াবে ম্যাচটি।

বাংলাদেশ একাদশ : সাকিব আল হাসান (অধিনায়ক), তামিম ইকবাল, সৌম্য সরকার, সাব্বির রহমান, মোসাদ্দেক হোসেন সৈকত, মুশফিকুর রহীম (উইকেটরক্ষক), মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, রুবেল হোসেন ও মোস্তাফিজুর রহমান।

আয়ারল্যান্ড একাদশ : উইলিয়াম পোর্টারফিল্ড (অধিনায়ক), পল স্টার্লিং, নেইল ও`ব্রেইন, অ্যান্ড্রু বালবিরনি, স্টুয়ার্ট থম্পসন, গ্যারি উইলসন. কেভিন ও`ব্রেইন, জর্জ ডকরেল, ব্যারি ম্যাকআর্থি, টিম মুরতাগ ও পিটার চেজ।

এনইউ/পিআর

আরও পড়ুন