ফাইনালে ‘মাথা গরম’ রেফারিকেই পেলেন মেসি-নেইমাররা
কথায় কথায় তার পকেট থেকে বের হয় লাল কার্ড। হলুদ কার্ড তো মামুলি ব্যাপার। রিয়াল মাদ্রিদের কোচ থাকাকালীন হোসে মরিনহোকেও লাল কার্ড দেখিয়ে মাঠ থেকে বের করে দিয়েছিলেন তিনি। লাল কার্ড দেখিয়েছেন ক্রিশ্চিয়ানো রোনালদোকেও।
এক ম্যাচে ১১ জনকে হলুদ কার্ড দেখানোর মতো বড় ঘটনাও রয়েছে তার ক্যারিয়ারে। এতক্ষণ যার কথা লেখা হলো, তিনি হলেন স্প্যানিশ রেফারি কার্লোস গোমেজ। ফুটবল বিশ্বে ‘মাথা গরম’ রেফারি হিসাবে পরিচিতি তিনি।
২০১৬-১৭ মৌসুমে কোপা দেল রের ফাইনালে সেই রেফারিকেই (গোমেজ) পেল মেসি-নেইমারদের বার্সেলোনা। স্প্যানিশ ফুটবল ফেডারেশনের টেকনিক্যাল কমিটি অব অার্বিট্রেটর্স (সিটিএ) আজ শুক্রবার নিশ্চিত করেছে এমন তথ্যই।
আগামী ২৭ মে ভিসেন্তে ক্যালদেরনে কোপার শিরোপা নির্ধারণী আলাভেসের মুখোমুখি হবে বার্সা। ওই ম্যাচে গোমেজের সঙ্গে থাকছেন আরও তিন রেফারি। তারা হলেন- রাউল মার্টিনেজ, দিয়েগো বারবারো সেভিয়া, আলেজান্দ্রো হার্নান্দেজ।
এনইউ/পিআর