ঐতিহ্য আর নতুনের লড়াই
ধানমন্ডি ক্লাব নামের আগে শেখ জামাল বসিয়ে প্রিময়ার লিগে এসেই থাবা বসিয়েছিল আবাহনীর শ্রেষ্ঠত্বে। সাইফ স্পোর্টিং ক্লাব কি তা পারবে? দেশের ফুটবলে দুই ক্লাবের ইতিহাস দুই রকম। ধানমন্ডি ক্লাব নাম বদলালেও তাদের আছে দীর্ঘ ইতিহাস। আর সাইফের বয়স তো মাত্র দুই বছর। গত মৌসুমে বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লিগে নাম লিখিয়ে রানার্সআপ হয়ে প্রিমিয়ারে উঠে কোমর বেধেই নেমেছে সাইফ পাওয়ারটেকের প্রতিষ্ঠিত ক্লাবটি। শনিবার তাদের শীর্ষ আসরে অভিষেক হচ্ছে ফেডারেশন কাপ দিয়ে। প্রতিপক্ষ গতবারের চ্যাম্পিয়ন আবাহনী।
প্রতিষ্ঠিত ক্লাবগুলোর সঙ্গে পাল্লা দিয়ে দল গঠন, দু`দুইজন বিদেশি কোচ নিয়োগ, ফুটবলারদের মাসখানেক কলকাতায় রেখে অনুশীলন-ভালো ফলাফলের সব প্রচেষ্টাই আছে ক্লাবটির। এখন শীর্ষ প্রতিযোগিতায় অভিষেকের অপেক্ষায়। শেষ হচ্ছে সেই অপেক্ষার পালা। ফেডারেশন কাপের উদ্বোধনী ম্যাচেই মাঠে নামছে এ মৌসুমের অন্যতম আলোচিত এ ক্লাবটি।
প্রিমিয়ারে উঠেই দলবদলের সময় আবাহনীর সঙ্গে একটা ঠান্ডা লড়াই হয়েছিল সাইফ স্পোর্টিং ক্লাবের। আবাহনীকে গত মৌসুমে দুটি ট্রফি এনে দেয়া দলের অন্যতম ৫ ফুটবলার আরিফ, হেমন্ত, তপু বর্মন, শাকিল ও জুয়েল রানা এবার গায়ে জড়িয়েছেন নবাগত সাইফ এসসির জার্সি। ছেড়ে আসা সেই আবাহনীর বিপক্ষেই তাদের নামতে হচ্ছে মৌসুমের প্রথম ম্যাচে। মৌসুমসূচক এ টুর্নামেন্টের প্রথম ম্যাচে আবাহনীর সঙ্গে লড়াইটা ওই ৫ ফুটবলারেরও।
গতবারের দলটি ভেঙ্গে গেলেও আবাহনী এবারও শিরোপার অন্যতম দাবিদার। ফেডারেশন কাপ ও প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়নরা এবার ট্রফির সংখ্যা বাড়ানোর প্রতিশ্রুতি দিয়েই মাঠে নামছে। ফেডারেশন কাপের শিরোপা ধরে রাখার লড়াই গ্রুপে তাদের প্রতিপক্ষ সাইফ ছাড়াও আছে মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র। চার গ্রুপের চ্যাম্পিয়ন ও রানার্সআপ দল উঠবে কোয়ার্টার ফাইনালে।
গ্রুপ চ্যাম্পিয়ন হতে আবাহনীর জন্য প্রথম ম্যাচটি গুরুত্বপূর্ণ। সমীকরণটা একই সাইফের জন্যও। তারা অভিষেকেই সব ট্রফি জয়ের ঘোষণা দিয়েছে। চ্যাম্পিয়ন ও নবাগত দলের লড়াই হলেও মৌসুমের প্রথম বড় ম্যাচ হিসেবেই গুরুত্ব পাচ্ছে আবাহনী-সাইফের লড়াইটি। ঐতিহ্য আর নতুনের এ লড়াই শুরু হবে বিকেল ৫টায়।
আরআই/আইএইচএস/পিআর