ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

আফগানদের টি-টোয়েন্টি দল ঘোষণা

প্রকাশিত: ০৬:১৭ এএম, ১০ মে ২০১৭

ধীরে ধীরে ক্রিকেট বিশ্বে নিজেদের মেলে ধরা শুরু করেছে আফগানিস্তান। এতদিন আইসিসির অন্যান্য সহযোগীদের সঙ্গে সিরিজ খেললেও এবার তিন ম্যাচের টি-টোয়েন্টি ও ওয়ানডে সিরিজ খেলতে ওয়েস্ট ইন্ডিজ সফর করবে আফগানরা। আর টি-টোয়েন্টি এ সিরিজকে সামনে রেখে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)।

টি-টোয়েন্টিতে বর্তমানে বিশ্ব চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ। আর বিশ্ব চ্যাম্পিয়নদের বিপক্ষে মোহাম্মদ নবী ও রশিদ খানদের মতো তারকা খেলোয়াড়দের নিয়ে ভালো কিছু করার প্রত্যয় নিয়েই দল সাজিয়েছে আফগানিস্তান।

আগামী ১১ মে ভারতে সফর করবে আফগানিস্তান দল। সেখানে ১৫ দিনের একটি অনুশীলন ক্যাম্প করবে আফগানরা। আগামী ২ জুন শুরু হবে তিন ম্যাচে টি-টোয়েন্টি সিরিজ। আর ৯ তারিখ থেকে শুরু হবে ওয়ানডে সিরিজ।

আফগানিস্তান টি-টোয়েন্টি দল :
আসগার স্টানিকজাই, নুর আলী জাদরান, জাভেদ আহমাদী, উসমান গনি, মোহাম্মদ নবী এসাখেল, সামিউল্লাহ শেনওয়ারি, নাজীব জাদরান, গুলবদীন নায়িব, রশিদ খান আরমান, শফিকুল্লাহ শফিক, শাহপুর জাদরান, আমির হামজা, ফরিদ মালিক, করিম জানাত ও দৌলত জাদরান।

এমআর/পিআর

আরও পড়ুন