ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

টস জিতে ফিল্ডিংয়ে কেকেআর

প্রকাশিত: ০৩:০৪ পিএম, ০৯ মে ২০১৭

কলকাতা নাইট রাইডার্সের প্লে-অফ বলতে গেলে অনেটাই নিশ্চিত। ১২ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে রয়েছে দ্বিতীয় স্থানে। অপরদিকে কিংস ইলেভেন পাঞ্জাবের পয়েন্ট ১১ ম্যাচে ১০। রয়েছে পঞ্চম স্থানে। চতুর্থ স্থানে থাকা সানরাইজার্স হায়দরাবাদের সঙ্গে তাদের ব্যবধান ৫ পয়েন্টের। প্লে-অফে খেলার সম্ভাবনা টিকিয়ে রাখতে হলে নিজেদের মাঠে আজ কেকেআরের বিপক্ষে জয় ছাড়া উপায় নেই।

কিন্তু কিংস ইলেভেন পাঞ্জাবের মড়ার ওপর খাড়ার গা। দলের সেরা ব্যাটসম্যান হাশিম আমলা জাতীয় দলের দায়িত্ব পালন করতে ফিরে গেছেন দেশে। সুতরাং, কিংস ইলেভেনের ব্যাটিংয়ে মূল শক্তিই যেন হ্রাস পেয়ে গেলো। তবুও মোহালির পাঞ্জাব ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে কেকেআরকে হারানোর প্রত্যয় গ্লেন ম্যাক্সওয়েল এবং তার সতীর্থদের।

MJP

যদিও টস করতে নেমে হারতে হয়েছে ম্যাক্সওয়েলকে। টস হেরে কেকেআরের পক্ষ থেকে ব্যাট করার আমন্ত্রণ পেয়েছেন কিংস ইলেভেন পাঞ্জাবের অধিনায়ক।

চারটি পরিবর্তন নিয়ে মাঠে নামতে হয়েছে কিংস ইলেভেন পাঞ্জাবকে। দলে এসেছেন স্বপ্নিল সিং, রাহুল তেওয়াতিয়া, মনন ভোরা এবং ম্যাট হেনরি। কেকেআরের একাদশে শেলডন জ্যাকসনের পরিবর্তে দলে ফিরেছেন রবিন উথাপ্পা। পিযুশ চাওলার পরিবর্তে দলে এসেছেন কুলদিপ যাদব।

কিংস ইলেভেন পাঞ্জাব : মনন ভোরা, মার্টিন গাপটিল, শন মার্শ, গ্লেন ম্যাক্সওয়েল, ঋদ্ধিমান সাহা, অক্ষর প্যাটেল, রাহুল তেয়াতিয়া, ম্যাট হেনরি, মোহিত শর্মা, সন্দিপ শর্মা, স্বপ্নিল সিং।

কেকেআর : ক্রিস লিন, সুনিল নারিন, গৌতম গম্ভীর, রবিন উথাপ্পা, মানিস পান্ডে, ইউসুফ পাঠান, কলিন ডি গ্র্যান্ডহোম, ক্রিস ওকস, উমেষ যাদব, কুলদিপ যাদব, অঙ্কিত রাজপুত।

আইএইচএস/আরআইপি

আরও পড়ুন