মাছরাঙাকে হারিয়ে মিডিয়া ফুটবলে শুভসূচনা জাগো নিউজের
বিএসজেসি মিডিয়া ফুটবল টুর্নামেন্টে শুভসূচনা করেছে জাগো নিউজ। নিজেদের প্রথম ম্যাচে মাছরাঙা টিভিকে ৩-০ গোলের ব্যবধানে হারিয়েছে মনিরুজ্জামান উজ্জ্বলের দল। জাগো নিউজের হয়ে গোল তিনটি করেছেন শফিকুল ইসলাম, আবু রাসেল ও সাদমান সাকিব।
ম্যাচের শুরু থেকেই আধিপত্য বিস্তার করে খেলেছে জাগো নিউজ। প্রতিপক্ষ মাছরাঙা শিবিরে আক্রমণ-পাল্টা আক্রমণের মহড়া বসিয়েছেন মনিরুজ্জামান উজ্জ্বল, শফিকুল ইসলাম, আবু রাসেল, সাদমান সাকিবরা। আক্রমণে তিনবার সফলতা পেয়েছেন জাগো নিউজের ফুটবলাররা।
অপরদিকে, জাগো নিউজের ফুটবলারদের দাপটে কোণঠাসা হয়ে পড়ে মাছরাঙা টিভি। জাগো নিউজের গোলপোস্টে শট নেয়ারই সুযোগ হয়নি প্রতিপক্ষ দলের ফুটবলারদের। তাই জাগো নিউজের গোলরক্ষক মুরাদ হোসেনকে দর্শকের মতোই খেলা উপভোগ করতে হয়েছে।
জাগো নিউজের হয়ে লড়েছেন যারা : মনিরুজ্জামান উজ্জ্বল (অধিনায়ক), আরিফুর রহমান বাবু, শফিকুল ইসলাম, আবু রাসেল, মুরাদ হোসেন (গোলরক্ষক), সাদমান সাকিব, আনোয়ার হোসেন, ইমাম হোসাইন সোহেল ও সাঈদ শিপন।
এদিকে, বাংলাদেশ স্পোর্টস জার্নালিস্টস কমিউনিটির (বিএসজেসি) ব্যবস্থাপনায় আজ রোববার শুরু হয়েছে বিএসজেসি মিডিয়া ফুটবল টুর্নামেন্ট। সকাল ১০টায় ক্যাপ্টেন (অব.) এম মনসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টুর্নামেন্টের উদ্বোধন করেন সাইফ পাওয়ারটেক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক তরফদার মো. রুহুল আমিন।
প্রসঙ্গত, টুর্নামেন্টে দেশের ২৪টি মিডিয়া হাউজ অংশ নিয়েছে। দলগুলো ৮ গ্রুপে ভাগ হয়ে রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে খেলছে। প্রতি গ্রুপের চ্যাম্পিয়ন দল কোয়ার্টার ফাইনালে উন্নীত হবে। টুর্নামেন্টের চ্যাম্পিয়ন দল পাবে নগদ ৩০ হাজার টাকা। রানার্সআপ দলকে দেয়া হবে ২০ হাজার টাকা। এছাড়া প্রতি ম্যাচের সেরা খেলোয়াড়কে পুরষ্কৃত করবে পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান। পুরস্কার থাকবে ম্যান অব দ্য ফাইনাল ও ম্যান অব দ্য টুর্নামেন্টের।
এনইউ/পিআর