ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

চ্যাম্পিয়ন্স লিগ নিশ্চিত অ্যাটলেটিকো মাদ্রিদের

প্রকাশিত: ০৫:৫৭ এএম, ০৭ মে ২০১৭

চলতি মৌসুমে স্প্যানিশ লা লিগার শিরোপার আশা নেই। অ্যাটলেটিকো মাদ্রিদ আশা জিইয়ে রেখেছে চ্যাম্পিয়ন্স লিগে! সে আশাও রূপ নিতে পারে হতাশায়। কারণ চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালের প্রথম লেগে রিয়াল মাদ্রিদের কাছে ৩-০ গোলে হেরে গেছে অ্যাটলেটিকো। ফাইনাল খেলতে হলে ফিরতি লেগে ৪-০ গোলের ব্যবধানে জিততে হবে দিয়েগো সিমিওনের দলকে।

তবে শনিবার রাতে আরেকটি সুখবর পেয়ে গেছে অ্যাটলেটিকো মাদ্রিদ। ভিসেন্তে ক্যালদেরনে সাউলের একমাত্র গোলে এইবারের বিপক্ষে ১-০ ব্যবধানে কষ্টার্জিত জয় পেয়েছে সিমিওনের দল। এই জয়ে আগামী মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগের খেলা নিশ্চিত করে ফেলেছে অ্যাটলেটিকো।

স্প্যানিশ লা লিগা থেকে মোট চারটি দল চ্যাম্পিয়ন্স লিগ খেলার সুযোগ পায়। তিনটি দল সরাসরি অংশ নেয় ইউরোপ সেরার লড়াইয়ে। বাকি দলটিকে প্লে-অফ ম্যাচ খেলেই চ্যাম্পিয়ন্স লিগের টিকিট পেতে হবে। বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদ সেই টিকিট নিশ্চিত করেছে আগেই।

অ্যাটলেটিকোর সেরা তিন এখনও নিশ্চিত নয়। দিয়েগো সিমিওনের দলকে সেরা তিন নিশ্চিত করতে হলে আগামী দুই ম্যাচের একটা জিততেই হবে। অথবা সেভিয়া যদি আগামী ম্যাচে পয়েন্ট হারায় তাহলে অ্যাটলেটিকো সরাসরি খেলবে চ্যাম্পিয়ন্স লিগে।

অ্যাটলেটিকো মাদ্রিদ এখন তৃতীয় স্থানে। দিয়েগো সিমিওনের দলের ঝুলিতে জমা আছে ৩৬ ম্যাচে ৭৪ পয়েন্ট। সমসংখ্যক ম্যাচ খেলে চতুর্থ স্থানে থাকা সেভিয়ার সঙ্গে অ্যাটলেটিকোর পয়েন্ট ব্যবধান ৫।

লা লিগার পয়েন্ট টেবিলে শীর্ষে রয়েছে বার্সা। ৩৬ ম্যাচ খেলে লুইস এনরিকের দল সংগ্রহ করেছে ৮৪ পয়েন্ট। রিয়াল মাদ্রিদের অর্জনও সমান পয়েন্ট। জিনেদিন জিদানের দল একটি ম্যাচ কম খেলেছে। তবে মুখোমুখি লড়াইয়ে এগিয়ে শীর্ষে বার্সা। আর দুইয়ে রিয়াল।

এনইউ/পিআর

আরও পড়ুন