ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

প্রিমিয়ারে টানা সাত জয় গাজী গ্রুপ ক্রিকেটার্সের

প্রকাশিত: ০১:৫৩ পিএম, ০৬ মে ২০১৭

ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগে পরাজয় কাকে বলে এখনও সে স্বাদ নিতে পারেনি গাজী গ্রুপ ক্রিকেটার্স। একের পর এক জয়ই পেয়ে যাচ্ছে তারা। এখনও পর্যন্ত ৭ রাউন্ড অনুষ্ঠিত হয়েছে প্রিমিয়ার ক্রিকেটে। এর মধ্যে ৭টিতেই জয় পেয়েছে গাজী। আজ সর্বশেষ রাউন্ডে ব্রাদার্স ইউনিয়নকে তারা হারিয়েছে মাত্র ১০ রানে। এই জয়ের ফলে ৭ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে লিগ টেবিলে নিজেদের শীর্ষ অবস্থান আরও সংহত করলো গাজী।

বিকেএসপির ৩ নম্বর মাঠে ব্রাদার্স ইউনিয়ন টস জিতে ব্যাটিংয়ে পাঠায় গাজীকে। ব্যাট করতে নেমে এনামুল হক বিজয় নার্ভাস নাইনটিজের শিকার হন। ৯৩ রানে আউট হয়ে যান তিনি। তবে তার এই ইনিংসের ওপর ভর করেও পুরো ৫০ ওভার খেলতে পারেনি গাজী। ৪৮.৪ ওভারে অলআউট হওয়ার আগে ব্রাদার্সকে ২৩৬ রানের লক্ষ্য দিয়েছে পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা দলটি।

সোহরাওয়ার্দী শুভ ৪১ এবং নাদীফ চৌধুরী ৩৩ রান করেন। এছাড়া ১৯ রান করেন আলাউদ্দিন বাবু, ১৫ রান করেন মুমিনুল হক। জবাব দিতে নেমে ব্রাদার্সের ভারতীয় ক্রিকেটার মানবিন্দর বিসলার ৫৬ রান সত্ত্বেও ৪৮.৫ ওভারে ২২৬ রানে অলআউট হয়ে যায় গোপিবাগের দলটি। ৪৯ রান করেন অধিনায়ক অলক কাপালি। ৩২ রান করেন ধীমান ঘোষ এবং ৩৮ রানে অপরাজিত থাকেন মায়শুকুর রহমান।

গাজী গ্রুপের আবু হায়দার রনি নেন ৫২ রানে ৪ উইকেট এবং ২টি করে উইকেট নেন মেহেদী হাসান ও শাহজাদা হোসাইন।

আইএইচএস/আরআইপি

আরও পড়ুন