ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

স্বাধীনতা দিবস টেনিস সোমবার শুরু

প্রকাশিত: ১২:০০ পিএম, ০৬ মে ২০১৭

বাংলাদেশ টেনিস ফেডারেশনের ব্যবস্থাপনায় সোমবার রমনা জাতীয় টেনিস কমপ্লেক্সে শুরু হচ্ছে স্বাধীনতা দিবস টেনিস প্রতিযোগিতা। ৬ দিনব্যাপী এ টুর্নামেন্টে ১৯ দলের দুই শতাধিক খেলোয়াড় অংশ নিচ্ছেন।

টুর্নামেন্ট উপলক্ষ্যে শনিবার অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে বক্তব্য রাখন সুইস কোয়ালিটি পেপার লিমিডেটেডের ডেপুটি জেনারেল ম্যানেজার এ এফ এম জহিরুল ইসলাম, বাংলাদেশ টেনিস ফেডারেশনের সহ-সভাপতি মোহাম্মদ আলী দ্বীন, টুর্নামেন্ট ডিরেক্টর ও বিটিএফ সহ-সভাপতি এ এস এম হায়দার ও টুর্নামেন্ট রেফারি আহমেদ জিয়াউর রহমান।

প্রতিযোগিতায় অংশগ্রহনকারী দলগুলো হচ্ছে- বিকেএসপি, জাফর ইমাম টেনিস কমপ্লেক্স, নওগাঁ টেনিস ক্লাব, নরসিংদী টেনিস ক্লাব, ঝালকাঠি টেনিস ক্লাব, মাদারীপুর টেনিস ক্লাব, ইঞ্জিনিয়ার্স রিক্রিয়েশন সেন্টার, ঢাকা ক্লাব লি., উত্তরা ক্লাব লি., গুলশান ক্লাব লি., অফিসার্স ক্লাব , গুশলান ইয়ুথ ক্লাব, বৃটিশ হাই কমিশন ক্লাব, নেভী ক্লাব, আমেরিকান ক্লাব, ব্রাহ্মনবাড়ীয়া জেলা, আনসার ও ভিডিপি টেনিস ক্লাব, নরডিক ক্লাব ও ইন্টারন্যাশনাল ক্লাব।

আরআই/আইএইচএস/জেআইএম

আরও পড়ুন