ইতিহাস গড়তে পাকিস্তানের চাই ১৮৮ রান
সুযোগটা হাতের নাগালে। বড় কোনো ভুল না করলেই চলে। তবে আনপ্রেডিক্টেবল পাকিস্তান বলে কথা। ম্যাচ শেষ না হওয়া পর্যন্ত বলা কঠিন। ইতিহাস গড়ার খুব কাছে চলে এসেছে মিসবাহ-উল-হকের দল। ইতিহাস গড়তে পাকিস্তানের চাই ১৮৮ রান। এই ম্যাচ জিতলে ওয়েস্ট ইন্ডিজের মাটিতে প্রথমবারের মতো টেস্ট সিরিজ জিতবে পাকিস্তান।
ব্রিজটাউন টেস্টের দ্বিতীয় ইনিংসে ওয়েস্ট ইন্ডিজকে ২৬৮ রানে অলআউট করেছে পাকিস্তান। চতুর্থ দিন শেষে ৯ উইকেটে হারিয়ে ওয়েস্ট ইন্ডিজ তুলেছিল ২৬৪ রান। আজ তথা পঞ্চম দিনে স্কোরশিটে চার রান যোগ করতে পেরেছে স্বাগতিকরা।
পাকিস্তানের পক্ষে ৭ উইকেট নেন ইয়াসির শাহ। মোহাম্মদ আব্বাস নেন দুটি উইকেট। একটি উইকেট নিয়েছেন মোহাম্মদ আমির।
১৮৮ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি। এই রিপোর্ট লেখা পর্যন্ত ২৭ রান তুলতেই ইতোমধ্যে ৩ উইকেট হারিয়ে ফেলেছে মিসবাহর দল।
এনইউ/বিএ