নতুন চুক্তির আওতায় তাসকিন-মোসাদ্দেক-মিরাজ-রাব্বি
আগের বছর বিসিবির সঙ্গে চুক্তিতে ছিলেন ১৫ ক্রিকেটার। সেই ১৫ জনের মধ্য থেকে এবার তিনজনকে বাদ দেয়া হয়েছে। চুক্তির বাইরে ছিটকে পড়া ওই তিন ক্রিকেটার হলেন- নাসির হোসেন, আরাফাত সানি, আল-আমিন হোসেন।
এবার নতুন করে চুক্তিতে এসেছেন চার ক্রিকেটার। চার তরুণ হলেন- তাসকিন আহমেদ, মেহেদী হাসান মিরাজ, মোসাদ্দেক হোসেন সৈকত ও কামরুল ইসলাম রাব্বি।
নতুন চুক্তিভুক্ত দুইজন (তাসকিন ও মোসাদ্দেক) আছেন ‘সি’ ক্যাটেগোরিতে। আর কামরুল ইসলাম রাব্বি ও মেহেদী হাসান মিরাজের জায়গা হয়েছে ‘ডি’ গ্রেডে।
নতুন চুক্তিভুক্ত ১৬ জনের চারজন রয়েছেন ‘এ-প্লাস’ ক্যাটেগোরিতে। মাশরাফি বিন মর্তুজা, মুশফিকুর রহীমের সঙ্গে রয়েছন সাকিব আল হাসান ও তামিম ইকবাল। আর মাহমুদউল্লাহ রিয়াদ একা রয়েছেন ‘এ’ গ্রেডে।
চার ব্যাটসম্যানের জায়গা হয়েছে ‘বি’ ক্যাটেগোরিতে। তারা হলেন- ইমরুল কায়েস, মুমিনুল হক, সাব্বির রহমান রুম্মন ও সৌম্য সরকার। এছাড়া তিন পেসার রুবেল হোসেন, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমানের সঙ্গে মোসাদ্দেক রয়েছেন ‘সি’ গ্রেডে। আর ‘ডি’ ক্যাটেগোরির তিন ক্রিকেটার হলেন- কামরুল ইসলাম রাব্বি, মেহেদী হাসান মিরাজ ও তাইজুল ইসলাম।
এআরবি/এনইউ