আবারো ব্যর্থ আশরাফুল
নিষেধাজ্ঞা কাটিয়ে ঘরোয়া ক্রিকেটে ফেরার পর কিন্তু ব্যাট হাতে নিজেকে খুব বেশি চেনাতে পারছেন না জাতীয় দলের সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল। জাতীয় লিগের পর ঢাকা প্রিমিয়ার লিগেও ধারাবাহিকভাবে ব্যর্থ হচ্ছেন এই তারকা। ব্যাট হাতে আজ (মঙ্গলবার) আবাহনীর বিপক্ষে করেছেন ৭ রান।
গত মৌসুমে ঢাকা প্রিমিয়ার লিগের দলবদলের সবচেয়ে বড় চমক ছিল মাশরাফির শুরুর দিকে দল না পাওয়া এবং শেষ দিকে এসে কলাবাগান ক্রীড়া চক্রের হয়ে তার নাম লেখানো। এবার মাশরাফি রূপগঞ্জে যোগ দেওয়ার তার জায়গায় দলের দায়িত্ব দেওয়া হয় আশরাফুলকে।
ধারণা করা হচ্ছিল জাতীয় লিগের ব্যর্থতা প্রিমিয়ার লিগে কাটিয়ে রানে ফিরবেন। তবে শুরু থেকেই রান খরায় ভুগছেন টাইগারদের সাবেক এই অধিনায়ক। ছয় ম্যাচে তার ব্যাট থেকে রান এসেছে মাত্র ৭৭।
মোহামাডানের বিপক্ষে বড় ইনিংস খেলার সম্ভাবনা জাগিয়েও শেষ পর্যন্ত ৪৬ রানে থামে তার ইনিংস। আর এটাই এই লিগে তার সর্বোচ্চ স্কোর। যদিও ভক্তরা অধীর আগ্রহভরে তাকিয়ে রয়েছেন আশরাফুলের ব্যাটে রানখরা কাটানোর দিকে।
এমআর/জেআইএম