টস জিতে ফিল্ডিংয়ে কিংস ইলেভেন পাঞ্জাব
জহির খান নেই। তার পরিবর্তে দিল্লি ডেয়ারডেভিলসের অধিনায়ক করুন নায়ার। ১০টিরও কম আন্তর্জাতিক ম্যাচ খেলার অভিজ্ঞতা নিয়ে করুন নায়ার অধিনায়ক হয়ে গেলেন দিল্লি ডেয়ারডেভিলসের। এর আগে দু’বার রঞ্জি ট্রফিতে অধিনায়কত্বের দায়িত্ব পালন করলেও পেশাদা টি-টোয়েন্টি ক্রিকেটে এই প্রথম অধিনায়ক করুন।
আইপিএলে করুন নায়ারের প্রথম অধিনায়কত্বটাই হলো টস হার দিয়ে। কিংস ইলেভেন পাঞ্জাব অধিনায়ক গ্লেন ম্যাক্সওয়েলের সঙ্গে টস করতে নেমে হেরেছেন তিনি। তবে, টস হেরে প্রথমে ব্যাট করার আমন্ত্রণ পেয়েছেন দিল্লি অধিনায়ক।
পয়েন্ট টেবিলের একেবারে তলানীতে রয়েছে দিল্লি। ৭ ম্যাচে মাত্র ৪ পয়েন্ট। কিংস ইলেভেনকে হারাতে পারলে অবশ্য আজই তারা উঠে আসবে ৫ নম্বরে। অন্য দিকে কিংস ইলেভেন পাঞ্জাব যদি জিতে যায়, তাহলে তারা উঠে যাবে ৫ নম্বরে।
এমনই এক সমীকরণ নিয়ে মোহালির পাঞ্জাব ক্রিকেট অ্যাসোসিয়েশন মাঠে মুখোমুখি হলো দিল্লি ডেয়ারডেভিলস আর কিংস ইলেভেন পাঞ্জাব।
দিল্লি ডেয়ারডেভিলস
সাঞ্জু স্যামসন, স্যাম বিলিংস, করুন নায়ার, স্রেয়াশ আয়ার, রিশাব পান্তে, ক্রিস মরিস, কোরি অ্যান্ডারসন, কাগিসো রাবাদা, অমিত মিশ্র, মোহাম্মদ শামি, শাহবাজ নাদিম।
কিংস ইলেভেন পাঞ্জাব
হাশিম আমলা, মনন ভোরা, শন মার্শ, গ্লেন ম্যাক্সওয়েল, মার্টিন গাপটিল, ঋদ্ধিমান সাহা, অক্ষর প্যাটেল, মোহিত শর্মা, বরুন অ্যারোন, সন্দিপ শর্মা, টি নটরাজন।
আইএইচএস/পিআর