ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

সবার আগে মোহামেডান-রাসেল

প্রকাশিত: ০৩:২০ পিএম, ২৭ এপ্রিল ২০১৭

১ এপ্রিল শুরু হয়েছে ঘরোয়া ফুটবলের নতুন মৌসুমের দলবদল কার্যক্রম; কিন্তু ২৬ দিনেও কেনো ক্লাব তাদের খেলোয়াড় নিবন্ধন করায়নি। অবশেষ ২৭তম দিনে নিজেদের ঘরটা সাজিয়ে নিলো মোহামেডান ও শেখ রাসেল ক্রীড়া চক্র। বৃহস্পতিবার বিকেলে বাফুফে ভবনে খেলোয়াড়দের নিয়েই উপস্থিত হয়েছিলেন সাদ-কালো আর ব্লুজদের কর্মকর্তারা। দুই দলের খেলোয়াড় ঠিক-ঠাক ছিল। বৃহস্পতিবার শুধু আনুষ্ঠানিকতা সম্পন্ন করলো তারা।

মোহামেডান এদিন দু`জন বিদেশিসহ ২৯ জন খেলোয়াড় নিবন্ধন করিয়েছে। গতবার বিজেএমসিতে খেলা নাইজেরিয়ান মিডফিল্ডার স্যামসন ইলিয়াসু ও ব্রাদার্সে খেলা নাইজেরিয়ান স্ট্রাইকার এনকোচা কিংসলেকে এবার দলে নিয়েছে সাদা-কালোরা।

Football

 

শেখ রাসেল ২৩ খেলোয়াড় নিবন্ধন করিয়েছে। সবাই স্থানীয়। বিদেশিদের দলে নিতে আরেকটু সময় নিচ্ছে তারা। গত বছরের মতো এবার শেখ রাসেলে তেমন তারকার উপস্থিতি নেই। বেশিরভাগ খেলোয়াড়ই তরুন। ক্লাবটি এবার তারকার পেছনে না ছুটে তারুণ্যনির্ভর দল গড়েছে।

মোহামেডান যাদের নিবন্ধন করালো
মামুন খান, রাসেল মাহমুদ লিটন, আল-আমিন, আসাদুজ্জামান বাবলু, মিন্টু শেখ, রেজাউল, মঞ্জুরুল, লিঙ্কন, ফয়সাল মাহমুদ, এনামুল শরিফ, মিঠুন চৌধুরী, জাহিদ হাসান এমিলি, তকলিচ আহমেদ, আবদুল বাতেন কোমল, খান শরীফ, মো. জামাল, নাসিরুল ইসলাম, শাকিল আহমেদ, ইমরুল হাসান, বিপলু আহমেদ, অনিক হোসেন, শাহেদ হোসেন, আশিক আহমেদ, মনির, আবিদ হোসেন, ইবায়েদ হোসেন কমল, কিংসলে চিগোজী, স্যামসন ইলিয়াসু।

Football

শেখ রাসেল যাদের নিবন্ধন করালো
বিপ্লব ভট্টাচার্য, জিয়াউর রহমান, মোস্তাকুর রহমান, আতিকুর রহমান মিশু, মোনায়েম রাজু, শাহেদুল শাহেদ, রুম্মন হোসেন, ফজলে রাব্বী, সবুজ বিশ্বাস, আলমগীর রানা, রাশেদুল আলম মনি, সোহেল রানা, বিশ্বনাথ ঘোষ, খালেকুজ্জামান, জুলফিকার, কাওয়ার আলী রাব্বী, মেহেবুব নয়ন, মোবারক হোসেন, রাসেল মিয়া, আমিনুর রহমান সজিব, অরুপ বৈদ্য, উত্তম বনিক, ফরহাদুজ্জামান বাবু।

আরআই/আইএইচএস/আরআইপি

আরও পড়ুন