টাইগারদের সামনে রানের পাহাড়
খুলনা টেস্টের প্রথম ইনিংসের তৃতীয় দিন শেষে টাইগারদের সামনে রানের পাহাড় গড়ে তুলেছে পাকিস্তান। দিন শেষে তাদের সংগ্রহ ১৪৮ ওভার শেষে ৫ উইকেট হারিয়ে তাদের সংগ্রহ ৫৩৭ রান। আসাদ শফিক ৫১ আর সরফরাজ আহমেদ ৫১ রান নিয়ে অপরাজিত আছেন। প্রথম ইনিংসে বাংলাদেশের করা ৩৩২ রান পেরিয়ে ২০৫ রানের লিড নিয়েছে পাকিস্তান।
এর আগে বৃহস্পতিবার ১ উইকেটে ২২৭ রান নিয়ে খেলা শুরু করে পাকিস্তান। আজহার আলির সঙ্গে হাফিজের আগের দিনের ১৭৭ রানের জুটিকে ২২৭ পর্যন্ত এগিয়ে নেওয়ার পর আঘাত হানেন শুভাগত হোম চৌধুরী। তার বলে বোল্ড হওয়ার আগে ৮৩ রান করেন আজহার। তৃতীয় উইকেটে হাফিজের সঙ্গে ৬২ রানের জুটি গড়ে ফিরে যান ইউনুস খান (৩৩)। তাইজুল ইসলামের বলে বোল্ড হন পাকিস্তানের এই অভিজ্ঞ ব্যাটসম্যান।
অধিনায়ক মিসবাহ-উল-হকের সঙ্গে ৬৩ রানের জুটি গড়ে বিদায় নেন প্রথম দ্বিশতকের স্বাদ পাওয়া মোহাম্মদ হাফিজ। আউট হওয়ার আগে এই অল-রাউন্ডার করেন ২২৪ রান। লেগ স্ট্যাম্পের বাইরের বল সুইপ করতে গিয়ে লেগ স্লিপে মাহমুদউল্লাহর ক্যাচে পরিণত হন তিনি।
এরপর মিসবাহ-উল-হক ৫৯ রানে তাইজুলের বলে রুবেলের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন। দ্বিতীয় সেশনেও খুব একটা ভালো করতে পারেননি স্বাগতিক বোলাররা। প্রথম সেশনে ১০৬ রান যোগ করার পর এই সেশনে আরও ৮৮ রান সংগ্রহ করে অতিথিরা। বাংলাদেশের পক্ষে তাইজুল ৩টি ও শুভাগত ২টি করে উইকেট নিয়েছেন।
এমআর/আরআই