ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

অনুশীলনে ফিরলেন মেসি

প্রকাশিত: ০৩:০৯ পিএম, ২৫ এপ্রিল ২০১৭

স্প্যানিশ লা লিগার শিরোপা দৌড়ে টিকে থাকতে এল ক্ল্যাসিকো ছিল গুরুত্বপূর্ণ। হারলে বার্সেলোনা ছিটকে যেতে পারত এই লড়াই থেকে। সেটা আর হয়নি। লিওনেল মেসি জাদুতে ভালোভাবেই টিকে আছে বার্সা। ঐতিহাসিক এল ক্ল্যাসিকোতে রিয়াল মাদ্রিদকে ৩-২ গোলে পরাস্ত করেছে কাতালান ক্লাবটি।

দুই দলের পয়েন্ট এখন সমান, ৭৫। বার্সেলোনা খেলেছে ৩৩ ম্যাচ। রিয়াল মাদ্রিদ অবশ্য একটি ম্যাচ কম খেলেছে। সামনের ম্যাচগুলো দুদলের জন্যই গুরুত্বপূর্ণ। কারণ হোঁচট খেলেই বিপদ। যে দল হারবে, শিরোপা দৌড়ে অনেকটা ছিটকে পড়বে সেই দল।

বার্সেলোনার পরবর্তী ম্যাচ ওসাসুনার বিপক্ষে। আগামীকাল বুধবার বাংলাদেশ সময় রাত সাড়ে ১১টায় মাঠে গড়াবে ম্যাচটি। ওই ম্যাচকে সামনে রেখে কঠোর অনুশীলনে ব্যস্ত বার্সা শিবির। চ্যাম্পিয়ন্স লিগের আশা তো শেষ। এখন লা লিগার শিরোপায় চোখ রাখতে হচ্ছে বার্সা কোচ লুইস এনরিককে।

এল ক্ল্যাসিকো জয়ের পর মাঠের বাইরে ছিলেন মেসি। ওসাসুনার বিপক্ষে ম্যাচকে সামনে রেখে আজ অনুশীলনে ফিরলেন মেসি। এল ক্ল্যাসিকোর ঝলক অব্যাহত রাখতে চাইবেন আর্জেন্টাইন ফরোয়ার্ড। দেখা যাক, শেষ পর্যন্ত মেসি সেটা ধরে রাখতে পারেন কিনা!

এনইউ/আরআইপি

আরও পড়ুন