ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

ওয়ানডে থেকেও আমাকে অবসর নিতে হবে : মাশরাফি

প্রকাশিত: ০৮:৫০ এএম, ২৫ এপ্রিল ২০১৭

শ্রীলঙ্কা সফরে প্রথম টি-টোয়েন্টি ম্যাচে মাঠ নামার ঠিক আগ মুহূর্তে হঠাৎই টি-টোয়েন্টি থেকে অবসরের ঘোষণা দেন মাশরাফি বিন মর্তুজা। এরপর এ নিয়ে নানা আলোচনা-সমালোচনা। আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজ ও চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলতে যাওয়ার আগে সংবাদ সম্মেলনেও ঘুরে ফিরে এল সে প্রসঙ্গ। তবে বিষয়টি এড়িয়ে গিয়ে অধিনায়ক জানান, একদিন ওয়ানডে থেকেও আমাকে সরে যেতে হবে।

মঙ্গলবার মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে এক সংবাদ সম্মেলনে অধিনায়ক মাশরাফির লক্ষ্য জানতে চাইলে বলেন, ‘আমার অধিনায়ক হিসেবে আলাদা করে তেমন কোনো লক্ষ্য নেই। এখান থেকে আলাদা করে চাপ নেয়ারও কিছু নেই। তবে এটা জানি একদিন ওয়ানডে থেকেও আমাকে অবসর নিতে হবে।’

ব্যক্তিগত লক্ষ্য না থাকলেও দলগত লক্ষ্যের কথা জানান মাশরাফি, ‘পুরো দলেরই যেটা থাকা উচিত, সেটা হল মানসিকভাবে দ্রুত তৈরি হওয়া। আমার কাছে মনে হয় না ২০-২৫ দিনের প্রস্তুতি নিয়ে আমরা সেখানে চ্যাম্পিয়ন হয়ে যাবো। আমরা যদি মানসিকভাবে প্রস্তুত হতে পারি, তাহলে আমরা অনেক দূর এগোতে পারবো। এখানে মানসিক যুদ্ধটা অনেক গুরুত্বপূর্ণ। বড় বড় দলের বিপক্ষে তাদের কন্ডিশনে খেলা; কিছুটা শীত থাকবে, গ্রীষ্মের শুরু যেহেতু। কাজটা সহজ হবে না। ওরা যতোটা সহজে পারবে, আমাদের তার চেয়ে দুই গুণ বেশি কষ্ট হবে। বিশেষ করে কন্ডিশনের সঙ্গে মিলিয়ে নিতে চাইলে। সুতরাং আমার কাছে মনে হয়, আমরা যদি সুস্থ থাকি এবং লড়াইয়ের মানসিক প্রস্তুতি নিতে পারি, তাহলে আশা করি ভালো খেলা হবে।’

উল্লেখ্য, আগামীকাল রাতেই সাসেক্সের উদ্দেশ্যে রওনা হচ্ছে বাংলাদেশ দল। সেখানে ১০ দিনের কন্ডিশনিং ক্যাম্প শেষে আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজ খেলতে যাবে টাইগাররা। এরপর চ্যাম্পিয়ন্স ট্রফিতে মাঠে নামবে মাশরাফি-সাকিবরা।

আরটি/এমআর/পিআর

আরও পড়ুন