চ্যাম্পিয়ন্স ট্রফিতেও অলরাউন্ড পারফরম্যান্স করতে চান মিরাজ
অভিষেকের পর থেকেই আস্থার প্রতীক হয়ে উঠেছেন মেহেদী হাসান মিরাজ। শুরুটা বোলার হিসেবে করলেও ধীরে ধীরে নিজের ব্যাটিং সামর্থ্যেরও প্রকাশ ঘটাতে শুরু করেছেন এ নবীন। এতদিন শুধু অফস্পিনার হিসেবে পরিচয় থাকলেও এখন অলরাউন্ডার হিসেবে নিজেকে মেলে ধরেছেন। আগামী চ্যাম্পিয়ন্স ট্রফিতেও এ ধারাবাহিকতা ধরে রাখতে চান তিনি।
সোমবার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিজের লক্ষ্য নিয়ে মিরাজ বলেন, ‘অবশ্যই আমার লক্ষ্য থাকবে ভালো খেলা। নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করবো। বোলিংয়ের পাশাপাশি ব্যাটিংয়েও ভালো করার চেষ্টা করবো। মূলতঃ দল যেভাবে চায় আমি সেভাবেই খেলতে চাই। সাম্প্রতিক সময়ে আমার ব্যাটিংটা ভালো হচ্ছে। সে ধারাবাহিকতা বজায় রাখতে চাই।’
আগামী বুধবার রাতেই ঢাকা ছাড়ছে বাংলাদেশ ক্রিকেট দল। সাসেক্সে ১০ দিনের কন্ডিশনিং ক্যাম্প শেষে আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজ খেলবে দলটি। সেখানে বোলিং সহজ হবে না বলে মনে করেন মিরাজ। ইংলিশ কন্ডিশনে সংগ্রাম করেই উইকেট তুলে নিতে হবে বলে মনে করেন এ অলরাউন্ডার।
‘ওখানকার কন্ডিশনে উইকেট পাওয়া খুব সহজ হবে না। তাই আমাকে জায়গামত বল করতে হবে। সঠিক জায়গায় ধারাবাহিকভাবে বল করতে পারলে সাফল্য আসবে। এছাড়া মাথা খাটিয়ে বল করতে হবে, ব্যাটসম্যানদের বিভ্রান্ত করতে হবে।’
উল্লেখ্য, আন্তর্জাতিক অঙ্গনে শুরুটা বল হাতে দুর্দান্ত হলেও ব্যাট হাতে ভালো হয়নি মিরাজের। তবে ভারত সফর থেকেই বদলে গেছেন তিনি। ব্যাট হাতেও এখন অনেক বেশি আত্মবিশ্বাসী এ অলরাউন্ডার।
আরটি/আইএইচএস/পিআর