ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

ইতিহাস গড়লেন ইউনিস খান

প্রকাশিত: ০৫:৩১ এএম, ২৪ এপ্রিল ২০১৭

পাকিস্তানের হয়ে বেশ কয়েকটি রেকর্ড গড়েছেন ইউনিস খান। জ্যামাইকা টেস্টে মাঠে নামার আগে ইতিহাস গড়ার অপেক্ষায় ছিলেন। আর মাত্র ২৩ রান করলেই প্রথম পাকিস্তানি ব্যাটসম্যান হিসেবে টেস্ট ক্রিকেটে ১০ হাজার রানের মাইলফলক স্পর্শ করার সুযোগ ছিল ৩৯ বছর বয়সী এই ক্রিকেটারের। এই টেস্টের আগ পর্যন্ত ১১৫ টেস্টে ইউনিসের ঝুলিতে জমা ছিল ৯৯৭৭ রান।

হ্যাঁ, কিংস্টনের স্যাবাইনা পার্কে নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে ইতিহাসটা গড়েই ফেললেন ইউনিস। ১৩৮ বলে ৫টি চার ও একটি ছক্কায় ৫৮ রানের ইনিংস খেলার পথেই টেস্ট ১০ হাজার রানের মাইলফলক স্পর্শ করলেন তিনি। পাকিস্তানের আর কোনো ব্যাটসম্যানের এই কীর্তি নেই।

ইউনিস খানের ইতিহাস গড়ার দিনে জবাবটা ভালোই দিচ্ছে পাকিস্তান। প্রথম ইনিংসে ওয়েস্ট ইন্ডিজের করা ২৮৬ রানের জবাবে তৃতীয় দিন শেষে পাকিস্তান করেছে ৪ উইকেটে ২০১ রান। পিছিয়ে আছে ৮৫ রানে। এখন পর্যন্ত পাকিস্তানের পক্ষে সর্বোচ্চ ৭২ রানের ইনিংস বাবর আজমের।

ওপেনার আহমেদ শেহজাদের ব্যাট থেকে এসেছে ৩১ রান। আজহার আলি করেছেন ১৫ রান। সমান ৫ রান নিয়ে অপরাজিত আছেন মিসবাহ-উল-হক ও আসাদ শফিক। ওয়েস্ট ইন্ডিজের পক্ষে দুটি উইকেট নিয়েছেন শ্যানন গ্যাব্রেইল। একটি করে উইকেট পকেটে পুরেছেন আলজারি জোসেফ ও জেসন হোল্ডার।

এদিকে আন্তর্জাতিক ক্রিকেটকেই বিদায় বলে দিয়েছেন ইউনিস খান। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজটাই তার আন্তর্জাতিক ক্রিকেটের বিদায়ী সিরিজ। এরপর আর পাকিস্তানের সাদা কিংবা রঙিন জার্সিতে দেখা যাবে না এই ব্যাটিং স্তম্ভকে।

প্রসঙ্গত, পাকিস্তানের টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী অধিনায়কও তো ইউনিস খান। ২০০৯ সালে সংক্ষিপ্ত সংস্করণে দলকে শিরোপা এনে দিয়েছিলেন সাবেক এই অধিনায়ক।

এনইউ/জেআই্এম

আরও পড়ুন