ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

মেসি যেন বার্নাব্যুর ‘রাজা’

প্রকাশিত: ০৩:০৫ এএম, ২৪ এপ্রিল ২০১৭

কম সমালোচনা শুনতে হয়নি তাকে। সম্প্রতি এমনটা একটু বেশিই হচ্ছিল। বার্সেলোনার ফর্মটা খারাপ গেলে প্রশ্ন ওঠে লিওনেল মেসির ফর্ম নিয়েও। সমালোচনার জবাবটা দিলেন বার্সেলোনা সুপারস্টার এল ক্ল্যাসিকো জিতেই। জোড়া গোল করে বার্সার জয়ের নায়ক তো তিনিই।

রিয়ালের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে খেলতে গিয়ে শুরুটা অবশ্য ভালো ছিল না। ২৮ মিনিটের মাথায় রিয়াল তারকা ক্যাসেমিরো গোল করেন। আর তাতে পিছিয়ে পড়ে বার্সা। ৩৩ মিনিটে রিয়ালের জাল কাঁপিয়ে বার্সাকে সমতায় ফেরান মেসি (১-১)।

৭৩ মিনিটে ইভার রাকিটিসের গোলে এগিয়ে যায় বার্সা। ৮৫ মিনিটের মাথায় রিয়ালকে সমতায় ফেরান হামেস রদ্রিগেজ (২-২)। বার্সার হয়ে জয়সূচক গোলটি করেন মেসি। ম্যাচের অতিরিক্ত সময়ে (৯০+২ মিনিট) লক্ষ্যভেদে সফল হন বার্সা সুপারস্টার।

এ নিয়ে এল ক্ল্যাসিকোতে মেসির গোল সংখ্যা দাঁড়াল ২৩টি। যার অর্ধেকের বেশি সান্তিয়াগো বার্নাব্যুতে। রিয়াল মাঠে ১৪টি গোল করেছেন বার্সা প্রাণভোমরা। তার মানে, ঘরের মাঠ ক্যাম্প ন্যু-এর চেয়ে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়ালের মাঠই কি তার খুব পছন্দের? হয়তো তা-ই। পরিসংখ্যানও বলছে সে কথাই। মেসি যেন বার্নাব্যুর ‘রাজা’।

এনইউ/জেআই্এম

আরও পড়ুন