ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

মেসির গোলে সমতায় ফিরল বার্সা

প্রকাশিত: ০৭:৪৫ পিএম, ২৩ এপ্রিল ২০১৭

লা লিগার শিরোপা জিততে হলে রিয়ালের বিপক্ষে জয়ের কোনো বিকল্প নেই বার্সেলোনা। আজ হেরে গেলে বা ড্র করলে তাদের তাকিয়ে থাকতে হবে রিয়ালের হোঁচট খাওয়ার অপেক্ষায়। এমন ম্যাচে প্রথমে পিছিয়ে পড়েও শেষ পর্যন্ত মেসির দেওয়া গোলে সমতায় ফেরে প্রথমার্ধ শেষ করেছে বার্সেলোনা।

৩১ ম্যাচ শেষে ৭৫ পয়েন্ট নিয়ে লিগে পয়েন্ট তালিকার শীর্ষে আছে রিয়াল। আর এক ম্যাচ বেশি খেলে ৭২ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে বার্সেলোনা। তাই আজ ঘরের মাঠে চিরপ্রতিদ্বন্দ্বীদের বিপক্ষে ড্র কিংবা জয় পেলে শিরোপা জয়ের পথে অনেকখানি এগিয়ে যাবে রিয়াল। হেরে গেলেও শিরোপা জয়ের সম্ভাবনা থাকবে জিদানের শিষ্যদের।

ঘরের মাঠে ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক হয়ে খেলতে থাকে রিয়াল মাদ্রিদ। ম্যাচের তৃতীয় মিনিটেই গোলের সুযোগ পায় রোনালদো। তবে শট নেওয়ার আগেই পড়ে গেলে গোলবঞ্চিত হয় রিয়াল। ম্যাচের ২১ মিনিটে রোনালদোর শট ধরে ফেলেন বার্সা গোলরক্ষক।

তবে ২৮ মিনিটে ব্রাজিলিয়ান তারকা ক্যাসেমিরোর গোলে লিড পায় রিয়াল।  টনি ক্রসের নেওয়া কর্নার থেকে বল পেয়ে সামনে বাড়ান মার্সেলো। আর তা থেকে রামোসের শট পোস্টে ফিরলেও ফিরতি বল জালে জড়ান ব্রাজিলিয়ান এই তারকা। খুব বেশি সময় লিড ধরে রাখতে পারেনি স্বাগতিকরা। এর পাঁচ মিনিট পরই মেসির দুর্দান্ত গোলের সমতায় ফেরে বার্সা। রাকিতিচের বাড়ানো বলে কারভাহালকে ফাঁকি দিয়ে বল জালে জড়ান আর্জেন্টাইন এই তারকা।

এমআর 

আরও পড়ুন