ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

দিল্লিকে ১৪৩ রানের লক্ষ্য দিল মুম্বাই

প্রকাশিত: ০৪:২৮ পিএম, ২২ এপ্রিল ২০১৭

টস হেরে ব্যাট করতে নেমে দিল্লি ডেয়ারডেভিলসের বোলারদের তোপের মুখে পড়েছে মুম্বাই ইন্ডিয়ান্স। বরং, বলা ভালো স্কোরবোর্ডে রানই তুলতে পারেনি তারা। নির্ধারিত ২০ ওভার শেষে ৮ উইকেট হারিয়ে ১৪২ রান তুলেছে মুম্বাই ইন্ডিয়ান্স। জয়ের জন্য দিল্লিকে করতে হবে ১৪৩ রান

ওয়াংখেড়ে স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে শুরুতেই কাগিসো রাবাদার তোপের মুখে পড়ে মুম্বাই। ৮ রানে ফিরে যান পার্থিব প্যাটেল। এরপর ১৮ বলে ২৮ রান করা জস বাটলার রানআউটে কাটা পড়েন। তার আগে নিতিশ রানা এবং রোহিত শর্মাও আউট হয়ে যান দ্রুত

২৬ রান করেন কাইরণ পোলার্ড। ১৭ রান করেন ক্রুনাল পান্ডিয়া। হার্দিক পান্ডিয়া করেন ২৪ রান। শেষ পর্যন্ত দিল্লির বোলারদের চাপে মুম্বাই থেমে যায় ১৪২ রানে। রাবাদা নেন ১ উইকেট। ২টি করে নেন অমিত মিশ্র আর প্যাট কামিন্স। তিনটি হয় রানআউট।

আইএইচএস/

আরও পড়ুন