ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

দ্বিতীয় দিনে ব্যাটিংয়ে বাংলাদেশ

প্রকাশিত: ০৪:২৩ এএম, ২৯ এপ্রিল ২০১৫

পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্টের দ্বিতীয় দিনে ব্যাট করছে বাংলাদেশ। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৫ উইকেট হারিয়ে প্রথম ইনিংসে টাইগারদের সংগ্রহ ২৬১ রান।

দ্বিতীয় দিনে ব্যাট করতে নেমে সাকিব আল হাসান ২৫ রান করে জুলফিকার বাবরের বলে আউট হন। শেষ খবর পাওয়া পর্যন্ত মুশফিকুর রহিম ৮ ও সৌম্য সরকার ১১ রান নিয়ে ব্যাট করছেন।

খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে আগের দিন টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন বাংলাদেশের টেস্ট অধিনায়ক মুশফিকুর রহিম। খেলতে নেমে প্রথম দিন দারুণ ব্যাটিং করেছে বাংলাদেশ। তাই ৮৯.৫ ওভারে দিন শেষে ৪ উইকেট হারিয়ে ২৩৬ রান করতে কোনো সমস্যা হয়নি স্বাগতিকদের।

হাফসেঞ্চুরি করেছেন ইমরুল কায়েস (৫১) ও মুমিনুল হক (৮০)। আর এক রানের জন্য হাফসেঞ্চুরি বঞ্চিত হয়েছেন মাহমুদউল্লাহ রিয়াদ (৪৯)। সুবিধা করতে পারেননি তামিম ইকবাল। ব্যক্তিগত স্কোরে ২৫ রান যোগ হতেই আউট হয়েছেন তিনি।

টেস্ট সিরিজ শুরুর আগে ৩ ম্যাচ ওয়ানডে সিরিজে পাকিস্তানকে ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ করেছে বাংলাদেশ। জিতেছে সফরকারীদের বিপক্ষে একমাত্র টোয়েন্টি২০ ম্যাচেও।

বাংলাদেশ একাদশ :
মুশফিকুর রহিম, তামিম ইকবাল, ইমরুল কায়েস, মমিনুল হক সৌরভ, মাহমুদউল্লাহ রিয়াদ, সাকিব আল হাসান, সৌম্য সরকার, তাইজুল ইসলাম,  রুবেল হোসেন, মোহাম্মদ শহীদ, শুভাগত হোম।

পাকিস্তান একাদশ :
মিসবাহ-উল-হক, ইউনুস খান, সামি আসলাম, মোহাম্মদ হাফিজ, আজহার আলি, ওয়াহাব রিয়াজ, জুনায়েদ খান, সাঈদ আজমল, জুলফিকার বাবর, আসাদ শফিক ও সরফরাজ আহমেদ।

এআরএস/পিআর