ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

ক্রিকেটকে বিদায় জানালেন আফতাব

প্রকাশিত: ০৫:০৬ এএম, ২৮ আগস্ট ২০১৪

বাংলাদেশের এক সময়ের মারকুটে ব্যাটসম্যান খ্যাত আফতাব আহমেদ অবসরের ঘোষণা দিয়েছেন। ক্রিকেট ছেড়ে তিনি হোমটাউন চট্রগ্রামে ক্রিকেট একাডেমি প্রতিষ্ঠা করবেন বলেও জানিয়েছেন।

ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের এবারের আসর শেষে কোচিংয়ের দিকে পুরোপুরি মনোযোগ দেবেন বলে জানান ওয়ানডেতে বাংলাদেশের হয়ে ৮৫ ম্যাচ খেলা আফতাব।

আর কদিন পর ২৯ বছরে পা রাখতে যাওয়া আফতাব আসন্ন ঢাকা প্রিমিয়ার লিগে ব্রাদার্স ইউনিয়নের হয়ে খেলবেন। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে দল বদল শেষে আফতাব সাংবাদিকদের বলেন, ‘ঢাকা লিগে এটাই হবে আমার শেষ মৌসুম। আমি কোনো অভিমান থেকে নয়, অবসর নিব সম্পূর্ন নিজের সিদ্ধান্তে। ক্রিকেটে এটাই আমার শেষ বছর। আপনারা দোয়া করবেন, আমি যেন উঁচু স্থানে থেকে ক্রিকেট ছেড়ে দিতে পারি।’

অনেক কম পারিশ্রমিক পাওয়া ১৬ টি টেস্ট ম্যাচ খেলা আফতাব বলেন, ‘ক্রিকেট অনেক কঠিন একটা জায়গা। ক্লাবের অফিসিয়ালরা এটা ভিন্ন ভিন্ন ভাবে ভেবে থাকে। আমার মনে হয়, এটাই আমার সঠিক সময় অবসরের ঘোষণা দেওয়ার।’