ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

বার্সার আপিল টেকেনি, এল ক্লাসিকোতে নেই নেইমার

প্রকাশিত: ০৮:২৯ এএম, ২১ এপ্রিল ২০১৭

মালাগার বিপক্ষে ম্যাচে লরেন্তেকে অহেতুক ফাউল করায় লাল কার্ড দেখে মাঠ ছাড়েন নেইমার। নিয়ম অনুযায়ী দুই হলুদ কার্ডের জন্য এক ম্যাচ নিষিদ্ধ হওয়ার কথা ছিল এই তারকার। তবে মাঠ ছাড়ার আগে সহকারী রেফারিকে ব্যাঙ্গ করায় শাস্তি হিসেবে তিন ম্যাচের জন্য নিষিদ্ধ হন নেইমার। আর এতে ২৩ এপ্রিল তাকে ছাড়াই রিয়ালের বিপক্ষে মাঠে নামতে হবে বার্সাকে।

তবে বার্সা কর্তৃপক্ষ তাকে এল ক্লাসিকোতে ফিরে পেতে স্প্যানিশ ফুটবল ফেডারেশনের আপিল কমিটির কাছে আবেদন করেছিল। তবে শাস্তি কমেনি নেইমারের। এবার শেষ চেষ্টা হিসেবে স্প্যানিশ ফুটবল ফেডারেশনের ক্রীড়া আদালতেও যাচ্ছে বার্সা।

চ্যাম্পিয়ন্স লিগের শেষ আট থেকে বিদায়ের পর লিগের শিরোপার দিকে নজর বার্সা। তবে এখানেও এক ম্যাচ বেশি খেলে রিয়াল থেকে ৩ পয়েন্ট পিছিয়ে আছে কাতালানরা। এ অবস্থায় দলের অন্যতম সেরা তারকা নেইমার রিয়ালের বিপক্ষে মাঠে নামতে না পারা দলের জন্য বিরাট এক ধাক্কাই।

এমআর/এমএস

আরও পড়ুন