ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

চ্যালেঞ্জটা নিতে চান শফিউল

প্রকাশিত: ০৪:০১ পিএম, ২০ এপ্রিল ২০১৭

শফিউল ইসলাম। বাংলাদেশের ভাগ্যাহত এক পেসার। যে কোনো সিরিজের আগেই হঠাৎ ইনজুরিতে পড়ে যান। বলে হয়তো খুব বেশি গতি নেই। তবে সঠিক লাইন এবং লেন্থের কারণে তার এই মিডিয়াম পেসও প্রতিপক্ষের জন্য হয়ে যায় বিষ। দুর্দান্ত পারফরম্যান্স করছেন এবারের ঢাকা প্রিমিয়ার লিগে।

এখনও পর্যন্ত গাজী গ্রুপ ক্রিকেটার্সকে যে তিনটি জয় উপহার দিয়েছেন, তাতে শফিউলের ভুমিকাও কম গুরুত্বপূর্ণ নয়। ইংল্যান্ড এবং আয়ারল্যান্ডের কন্ডিশন ও বাউন্সি উইকেটে হয়তো তার বোলিংটা কার্যকরি হতেও পারে। এ কারণেই চ্যাম্পিয়ন্স ট্রফি এবং আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজের জন্য দলে ঢাকা হয়েছে তাকে।

বিকেএসপিতে লিজেন্ডস অব রূপগঞ্জের বিপক্ষে ম্যাচে গাজী গ্রুপ ক্রিকেটার্সকে জয় উপহার দেয়ার পর দলভুক্তি নিয়ে সাংবাদিকদের কাছে নিজের মতামত দেন শফিউল। চ্যাম্পিয়ন্স ট্রফি এবং ত্রিদেশীয় সিরিজের চ্যালেঞ্জটা নিতে চান তিনি। জানালেন সে কথাই।

শফিউলের কাছে জানতে চাওয়া হয়, চ্যাম্পিয়ন্স ট্রফিতে আছেন। অনুভুতি কেমন? শফিউল বলেন, ‘ভালো লাগছে। প্রতিটি সিরিজের আগেই কোনো না কোনো অঘটন ঘটে। আল্লাহর রহমতে এখন সুস্থ আছি। ভালো লাগছে।’

ইংল্যান্ডের কন্ডিশনে আপনার অ্যাকশন কার্যকর হবে বলে মনে করেন? শফিউল মনে করেন অ্যাকশনের চেয়ে লাইন-লেন্থই বড়। তিনি বলেন, ‘সুইংয়ের সঙ্গে লাইন লেন্থ খুবই গুরুত্বপূর্ণ। বাংলাদেশের তুলনায় সেখানে হয়তো সুবিধা পাওয়া যাবে। তবে গুরুত্বপূর্ণ হলো লাইন লেন্থ।’

২০১০ সালে ব্রিস্টলে ইংল্যান্ডকে হারানোর স্মৃতি আছে...। এবার আবারও যাচ্ছেন সেখানে। বিশেষ কোনো পরিকল্পনা? শফিউল বলেন, ‘অবশ্যই ভালো ফিল করছি। ভালো লাগছে। বিপিএলের পর থেকে একটা ছন্দে চলে আসছি। আগের ছন্দটা ফিরে পেয়েছি। এটা ধরে রাখতে পারলে ভালো কিছু হবে।’

নিজেকে প্রমাণ করার চ্যালেঞ্জটা কিভাবে নিচ্ছেন? জবাবে এই মিডিয়াম পেসার বলেন, ‘প্রধান কথা হলো ভালো খেলতে হবে। আমি যে রকম খেলে যাচ্ছি, সেটা খেলে যেতে চাই। দলে থাকলে ভালো কিছু করতে হবে। এই চ্যালেঞ্জটা নিতে চাই।’

এআরবি/আইএইচএস/জেআইএম

আরও পড়ুন